অভিমানে গলায় ফাঁস দিয়ে প্রেমিকার আত্মহত্যা
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ২০:৩৫:০৫ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের মধুপুরে প্রেমিকের সাথে অভিমান করে কলেজপড়ুয়া মীম (১৮) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার দুপুরে বসবাসরত নানা মৃত আন্তাজ আলীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। মধুপুর পৌর এলাকার দক্ষিণ পুন্ডরা গ্রামের মৃত মুনছের আলীর মেয়ে নিহত মীম মধুপুর কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। পারিবারিকভাবে তারা নানার বাড়িতে বসবাস করে। অল্পদিন আগে ২-৩ মাসের ব্যবধানে সে তার বাবা ও নানাকে হারিয়েছে।
স্থানীয়রা জানান, মোবাইলে প্রেমঘটিত সম্পর্কের সূত্রে প্রেমিকের সাথে মান-অভিমান চলছিল। মান অভিমানের জেরে মীম রোববার দুপুরে বাড়ির আঙিনায় উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অভিমানে গলায় ফাঁস দিয়ে প্রেমিকার আত্মহত্যা
টাঙ্গাইলের মধুপুরে প্রেমিকের সাথে অভিমান করে কলেজপড়ুয়া মীম (১৮) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার দুপুরে বসবাসরত নানা মৃত আন্তাজ আলীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। মধুপুর পৌর এলাকার দক্ষিণ পুন্ডরা গ্রামের মৃত মুনছের আলীর মেয়ে নিহত মীম মধুপুর কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। পারিবারিকভাবে তারা নানার বাড়িতে বসবাস করে। অল্পদিন আগে ২-৩ মাসের ব্যবধানে সে তার বাবা ও নানাকে হারিয়েছে।
স্থানীয়রা জানান, মোবাইলে প্রেমঘটিত সম্পর্কের সূত্রে প্রেমিকের সাথে মান-অভিমান চলছিল। মান অভিমানের জেরে মীম রোববার দুপুরে বাড়ির আঙিনায় উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।