হটলাইনের ফোনে দলছুট বানরের জীবন বাঁচল
সিংড়া (নাটোর) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ২০:৪২:০৫ | অনলাইন সংস্করণ
সিংড়া পৌরসভার হটলাইন নম্বরে ফোন দিলে একটি দলছুট বানরের জীবন রক্ষা পায়। রোববার দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি বানরটি উদ্ধার করে অবমুক্ত করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শহরের গোডাউনপাড়া মহল্লায় একটি দলছুট বানর বসবাস করে আসছিল। হঠাৎ এক সপ্তাহ ধরে ওই বানরটি নিখোঁজ হয়। রোববার সকালে নিংগইন ভাটোপাড়া এলাকায় বানরটি আটক করে বস্তায় ভরে রাখেন স্থানীয় গ্রামবাসী। বিষয়টি সিংড়া পৌরসভার হটলাইন নম্বরে ফোনে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও স্থানীয় পরিবেশ কর্মীরা বস্তাবন্দি বানর উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের পরামর্শক্রমে পুনরায় গোডাউনপাড়া মহল্লায় অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, হালতিবিল জীববৈচিত্র্য ফেডারেশনের সভাপতি ও নাটোর প্রেস ক্লাবের সদস্য এমএম আরিফুল ইসলাম প্রমুখ।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, সার্বক্ষণিক হটলাইন নম্বরে ফোনে পৌরবাসীর যে কোনো জরুরি সেবা ও রোগীদের জন্য দুটি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হটলাইনের ফোনে দলছুট বানরের জীবন বাঁচল
সিংড়া পৌরসভার হটলাইন নম্বরে ফোন দিলে একটি দলছুট বানরের জীবন রক্ষা পায়। রোববার দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি বানরটি উদ্ধার করে অবমুক্ত করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শহরের গোডাউনপাড়া মহল্লায় একটি দলছুট বানর বসবাস করে আসছিল। হঠাৎ এক সপ্তাহ ধরে ওই বানরটি নিখোঁজ হয়। রোববার সকালে নিংগইন ভাটোপাড়া এলাকায় বানরটি আটক করে বস্তায় ভরে রাখেন স্থানীয় গ্রামবাসী। বিষয়টি সিংড়া পৌরসভার হটলাইন নম্বরে ফোনে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও স্থানীয় পরিবেশ কর্মীরা বস্তাবন্দি বানর উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের পরামর্শক্রমে পুনরায় গোডাউনপাড়া মহল্লায় অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, হালতিবিল জীববৈচিত্র্য ফেডারেশনের সভাপতি ও নাটোর প্রেস ক্লাবের সদস্য এমএম আরিফুল ইসলাম প্রমুখ।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, সার্বক্ষণিক হটলাইন নম্বরে ফোনে পৌরবাসীর যে কোনো জরুরি সেবা ও রোগীদের জন্য দুটি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে।