বিয়েবাড়িতে আগুন, সব মালামাল ভস্মীভূত
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
১৭ জানুয়ারি ২০২১, ২২:৩৬:৪৯ | অনলাইন সংস্করণ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারিপাড়া ইউনিয়নের সোনাতলা গ্রামের দুলাল খানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মধ্যে আগুন লেগে মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার ভোরে তার বসতঘরে আগুন লাগে।
শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলীমুর রহমান যুগান্তরকে জানান, সোনাতলা জামে মসজিদ সংলগ্ন দুলালের বাড়িতে রোববার ভোরে হঠাৎ তার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন বসত ঘরে লেগে ঘরসহ বাড়ির সব মালামাল ভস্মীভূত হয়। গত দুই দিন ধরে দুলালের ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল ওই বাড়িতে।
এদিকে মসজিদের মাইক দিয়ে আগুন লাগার কথা ঘোষণা দিলে এলাকার মানুষ এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এ সময়ের মধ্যে বসতঘরে থাকা নগদ অর্থসহ সব পুড়ে ছাই হয়ে যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিয়েবাড়িতে আগুন, সব মালামাল ভস্মীভূত
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারিপাড়া ইউনিয়নের সোনাতলা গ্রামের দুলাল খানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মধ্যে আগুন লেগে মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার ভোরে তার বসতঘরে আগুন লাগে।
শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলীমুর রহমান যুগান্তরকে জানান, সোনাতলা জামে মসজিদ সংলগ্ন দুলালের বাড়িতে রোববার ভোরে হঠাৎ তার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন বসত ঘরে লেগে ঘরসহ বাড়ির সব মালামাল ভস্মীভূত হয়। গত দুই দিন ধরে দুলালের ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল ওই বাড়িতে।
এদিকে মসজিদের মাইক দিয়ে আগুন লাগার কথা ঘোষণা দিলে এলাকার মানুষ এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এ সময়ের মধ্যে বসতঘরে থাকা নগদ অর্থসহ সব পুড়ে ছাই হয়ে যায়।