রাতের আঁধারে সরকারি ভবন দখলের পাঁয়তারা
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ১৯:১৭:৩৭ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ১নং ওয়ার্ডের ধীপুর মোড় ও ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ সংলগ্ন সিড স্টোর সরকারি একতলা ভবনটি রাতের আঁধারে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
৯ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১০টায় সরকারি মূল্যবান কোটি টাকার সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ধীপুর গ্রামের সংঘবদ্ধ একটি সম্পত্তি আত্মসাৎকারী চক্র উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে থাকা সম্পত্তিটির ওপর নির্মিত প্রায় ৫০ বছর আগে নির্মিত ভোগদখলীয় ভবনটি ভেঙে ফেলে। দীর্ঘদিন যাবত বীজ সংরক্ষণ না করায় সেখানে কোনো মানুষ না থাকায় হতাহত হয়নি।
সোমবার সরেজমিন দেখা যায়, পুরাতন ভবনটি ভেঙে পড়ে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আবু হাওলাদার, সুমন হাওলাদার, তুলু শেখ, মালেক বেপারি, সাইজ উদ্দিন ঢালীদের নেতৃত্বে জামাই আবুল হোসেন, মাসুম শেখসহ ১০-১২ জনের একটি গ্রুপ হাতুড়ি দিয়ে ভবনের দক্ষিণ-পশ্চিম কর্নারের দেয়াল ভাঙলে পরে পুরো ভবনের ছাদসহ ভবনটি ধসে পড়ে।
উপজেলা কৃষি কর্মকতা জাহাঙ্গীর হোসেন জানান, ধীপুরে সরকারি সিড স্টোর ভবনটি রাতের আঁধারে একটি সংঘবদ্ধ চক্র ভেঙে ফেলেছে। ভবন ভাঙার ঘটনায় টঙ্গীবাড়ী থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগসহ সাধারণ ডায়েরি করা হয়েছে। দুষ্কৃতকারীদের নাম পেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাতের আঁধারে সরকারি ভবন দখলের পাঁয়তারা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ১নং ওয়ার্ডের ধীপুর মোড় ও ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ সংলগ্ন সিড স্টোর সরকারি একতলা ভবনটি রাতের আঁধারে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
৯ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১০টায় সরকারি মূল্যবান কোটি টাকার সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ধীপুর গ্রামের সংঘবদ্ধ একটি সম্পত্তি আত্মসাৎকারী চক্র উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে থাকা সম্পত্তিটির ওপর নির্মিত প্রায় ৫০ বছর আগে নির্মিত ভোগদখলীয় ভবনটি ভেঙে ফেলে। দীর্ঘদিন যাবত বীজ সংরক্ষণ না করায় সেখানে কোনো মানুষ না থাকায় হতাহত হয়নি।
সোমবার সরেজমিন দেখা যায়, পুরাতন ভবনটি ভেঙে পড়ে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আবু হাওলাদার, সুমন হাওলাদার, তুলু শেখ, মালেক বেপারি, সাইজ উদ্দিন ঢালীদের নেতৃত্বে জামাই আবুল হোসেন, মাসুম শেখসহ ১০-১২ জনের একটি গ্রুপ হাতুড়ি দিয়ে ভবনের দক্ষিণ-পশ্চিম কর্নারের দেয়াল ভাঙলে পরে পুরো ভবনের ছাদসহ ভবনটি ধসে পড়ে।
উপজেলা কৃষি কর্মকতা জাহাঙ্গীর হোসেন জানান, ধীপুরে সরকারি সিড স্টোর ভবনটি রাতের আঁধারে একটি সংঘবদ্ধ চক্র ভেঙে ফেলেছে। ভবন ভাঙার ঘটনায় টঙ্গীবাড়ী থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগসহ সাধারণ ডায়েরি করা হয়েছে। দুষ্কৃতকারীদের নাম পেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।