ভাতিজার হাতে চাচা খুন, গ্রেফতার ২
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২১:০৫:৩৯ | অনলাইন সংস্করণ
রংপুরের পীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার মারপিটে চাচা হাফিজুর রহমান (৪২) খুন হয়েছেন। ওই ঘটনায় সোমবার পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানু শাহাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
মামলা ও অভিযোগে জানা গেছে,উপজেলার পালানু শাহাপুরের সাইদুর রহমানের আপন চাচাতো ভাই আলমগীর মণ্ডলের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে শুক্রবার আলমগীর পক্ষের লোকজন জোরপূর্বক সাইদুর রহমানের জমিতে রাস্তা নির্মাণ করতে গেলে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে সাইদুরসহ কয়েকজন আহত হন। এ সময় উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে হাফিজুর এগিয়ে গেলে আলমগীরের লোকজন তাকে বেদম মারপিট করে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার রাতে তিনি মারা যান। নিহতের স্ত্রী ইসমত আরা বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের পর নিহতের প্রতিবেশী সুলতানের ছেলে মুক্তি (৪০) ও মুক্তির ছেলে শিপনকে (২১) পুলিশ গ্রেফতার করেছে বলে ওসি (ভারপ্রাপ্ত) মাহবুবার রহমান জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভাতিজার হাতে চাচা খুন, গ্রেফতার ২
রংপুরের পীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার মারপিটে চাচা হাফিজুর রহমান (৪২) খুন হয়েছেন। ওই ঘটনায় সোমবার পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানু শাহাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
মামলা ও অভিযোগে জানা গেছে,উপজেলার পালানু শাহাপুরের সাইদুর রহমানের আপন চাচাতো ভাই আলমগীর মণ্ডলের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে শুক্রবার আলমগীর পক্ষের লোকজন জোরপূর্বক সাইদুর রহমানের জমিতে রাস্তা নির্মাণ করতে গেলে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে সাইদুরসহ কয়েকজন আহত হন। এ সময় উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে হাফিজুর এগিয়ে গেলে আলমগীরের লোকজন তাকে বেদম মারপিট করে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার রাতে তিনি মারা যান। নিহতের স্ত্রী ইসমত আরা বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের পর নিহতের প্রতিবেশী সুলতানের ছেলে মুক্তি (৪০) ও মুক্তির ছেলে শিপনকে (২১) পুলিশ গ্রেফতার করেছে বলে ওসি (ভারপ্রাপ্ত) মাহবুবার রহমান জানান।