রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ৪টি শিশুশিক্ষা কেন্দ্র পুড়ে ছাই
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২১:৪৪:০৬ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের উখিয়ায় পালংখালী শফিউল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ৪টি লার্নিং সেন্টার পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার সময় আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পানি না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হইনি। তবে রাত পৌনে ৪টায় ফায়ার সার্ভিস এসে স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ততক্ষণে এনজিও সংস্থা ঢাকা আহছানিয়া মিশনের (ডাম) ৪টি শিশুশিক্ষা কেন্দ্র (লার্নিং সেন্টার এলসি) পুড়ে ছাই হয়ে যায়।
ঢাকা আহছানিয়া মিশনের প্রোগ্রাম অর্গানাইজার আফজাল হোসেন খান জানান, গত ১০ জানুয়ারি এলসিগুলোর কাজ শেষ হয়। আর ১২ জানুয়ারি এগুলো রিসিভ করেছি।
এ ব্যাপারে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার এমদাদুল হকের মোবাইল ফোনে যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ৪টি শিশুশিক্ষা কেন্দ্র পুড়ে ছাই
কক্সবাজারের উখিয়ায় পালংখালী শফিউল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ৪টি লার্নিং সেন্টার পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার সময় আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পানি না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হইনি। তবে রাত পৌনে ৪টায় ফায়ার সার্ভিস এসে স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ততক্ষণে এনজিও সংস্থা ঢাকা আহছানিয়া মিশনের (ডাম) ৪টি শিশুশিক্ষা কেন্দ্র (লার্নিং সেন্টার এলসি) পুড়ে ছাই হয়ে যায়।
ঢাকা আহছানিয়া মিশনের প্রোগ্রাম অর্গানাইজার আফজাল হোসেন খান জানান, গত ১০ জানুয়ারি এলসিগুলোর কাজ শেষ হয়। আর ১২ জানুয়ারি এগুলো রিসিভ করেছি।
এ ব্যাপারে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার এমদাদুল হকের মোবাইল ফোনে যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।