বানারীপাড়ায় ১৮০ ইয়াবাসহ মাছ ব্যবসায়ী আটক
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২১:৫১:৩০ | অনলাইন সংস্করণ
বরিশালের বানারীপাড়ায় ১৮০ ইয়াবাসহ মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন সরকারকে (৪৩) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেলের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের নেতৃত্বে বানারীপাড়া বন্দর বাজারে মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন সরকারের আড়তে অভিযান চালিয়ে ১৮০ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই খন্দকার জাফর আহম্মেদ ও এসআই জান্নাতুল ফেরদৌসসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেলের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার যুগান্তরকে জানান, অনেক দিন আগে থেকেই আমাদের কাছে অভিযোগ ছিল, জেলার বিভিন্ন এলাকার মাছ ব্যবসার আড়ালে অনেকেই মাদক বিক্রি করছেন। সে অনুযায়ী তারা এ ব্যাপারে অনুসন্ধান করতে শুরু করেন এবং সোমবার সকালে বানারীপাড়া বন্দর বাজারের মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন সরকারের মাছের আড়তে অভিযান চালান। এ সময় তারা সেখান থেকে মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন সরকারকে ১৮০ ইয়াবাসহ আটক করেন। এ ব্যাপারে ওই দিন বিকালে তিনি বাদী হয়ে সত্যরঞ্জন সরকারের বিরুদ্ধে মাদক আইনে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের ও তাকে হস্তান্তর করেন।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন যুগান্তরকে জানান, নিয়ম অনুযায়ী মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বানারীপাড়ায় ১৮০ ইয়াবাসহ মাছ ব্যবসায়ী আটক
বরিশালের বানারীপাড়ায় ১৮০ ইয়াবাসহ মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন সরকারকে (৪৩) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেলের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের নেতৃত্বে বানারীপাড়া বন্দর বাজারে মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন সরকারের আড়তে অভিযান চালিয়ে ১৮০ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই খন্দকার জাফর আহম্মেদ ও এসআই জান্নাতুল ফেরদৌসসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেলের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার যুগান্তরকে জানান, অনেক দিন আগে থেকেই আমাদের কাছে অভিযোগ ছিল, জেলার বিভিন্ন এলাকার মাছ ব্যবসার আড়ালে অনেকেই মাদক বিক্রি করছেন। সে অনুযায়ী তারা এ ব্যাপারে অনুসন্ধান করতে শুরু করেন এবং সোমবার সকালে বানারীপাড়া বন্দর বাজারের মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন সরকারের মাছের আড়তে অভিযান চালান। এ সময় তারা সেখান থেকে মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন সরকারকে ১৮০ ইয়াবাসহ আটক করেন। এ ব্যাপারে ওই দিন বিকালে তিনি বাদী হয়ে সত্যরঞ্জন সরকারের বিরুদ্ধে মাদক আইনে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের ও তাকে হস্তান্তর করেন।
এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন যুগান্তরকে জানান, নিয়ম অনুযায়ী মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে।