চান্দিনায় দুই মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২২:০০:৩১ | অনলাইন সংস্করণ
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ২ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
তারা হলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী মো. জামশেদ আহম্মদ জাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কাজী মো. রেজাউল করিম।
চান্দিনা পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৮৪৮ জন। নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ১৬ হাজার ৪৯৩টি। এর মধ্যে বাতিল হয়েছে ৫৯টি ভোট। সেই হিসাবে ২ হাজার ৬১ ভোটের কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
দুই প্রার্থীর মধ্যে জামশেদ আহম্মদ জাকি ছাতা প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট ও কাজী রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৪৪ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শওকত হোসেন ভূঁইয়া নৌকা প্রতীকে ৯ হাজার ৪৫১ ভোট পেয়ে চান্দিনা পৌরসভার মেয়র নির্বাচিত হন।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব জানান, প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ দুই হাজার ৬১ ভোট কোনো প্রার্থী পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে না। যেহেতু চান্দিনা পৌরসভা নির্বাচনে ২ প্রার্থীর প্রাপ্ত ভোট কম সেই কারণে এলডিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুইজন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চান্দিনায় দুই মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ২ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
তারা হলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী মো. জামশেদ আহম্মদ জাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কাজী মো. রেজাউল করিম।
চান্দিনা পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৮৪৮ জন। নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ১৬ হাজার ৪৯৩টি। এর মধ্যে বাতিল হয়েছে ৫৯টি ভোট। সেই হিসাবে ২ হাজার ৬১ ভোটের কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
দুই প্রার্থীর মধ্যে জামশেদ আহম্মদ জাকি ছাতা প্রতীকে পেয়েছেন ১৮৯ ভোট ও কাজী রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৪৪ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শওকত হোসেন ভূঁইয়া নৌকা প্রতীকে ৯ হাজার ৪৫১ ভোট পেয়ে চান্দিনা পৌরসভার মেয়র নির্বাচিত হন।
এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব জানান, প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ দুই হাজার ৬১ ভোট কোনো প্রার্থী পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে না। যেহেতু চান্দিনা পৌরসভা নির্বাচনে ২ প্রার্থীর প্রাপ্ত ভোট কম সেই কারণে এলডিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুইজন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।