ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে ভাসুরের মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২২:০২:৩৩ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রী মনি বেগমের লাঠির আঘাতে ভাসুর হাফেজ উদ্দিন (৬৫) মারা গেছেন। কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত হাফেজ উদ্দিন ওই এলাকার মৃত বাহাজ উদ্দিনের ছেলে।
এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে হাফেজ উদ্দিনের সঙ্গে চাচাতো ভাই হুরমুজ আলীর পরিবারের বিরোধ চলছিল। রোববার ওই জমি থেকে মাটি কাটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ছোট ভাই পরেশ মিয়ার স্ত্রী মনি বেগম লাঠি দিয়ে হাফেজের মাথায় আঘাত করেন।
আহত অবস্থায় দৌড়ে পালানোর সময় হাফেজ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতি থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাফেজ উদ্দিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে ভাসুরের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রী মনি বেগমের লাঠির আঘাতে ভাসুর হাফেজ উদ্দিন (৬৫) মারা গেছেন। কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার স্বরূপপুর এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত হাফেজ উদ্দিন ওই এলাকার মৃত বাহাজ উদ্দিনের ছেলে।
এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে হাফেজ উদ্দিনের সঙ্গে চাচাতো ভাই হুরমুজ আলীর পরিবারের বিরোধ চলছিল। রোববার ওই জমি থেকে মাটি কাটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ছোট ভাই পরেশ মিয়ার স্ত্রী মনি বেগম লাঠি দিয়ে হাফেজের মাথায় আঘাত করেন।
আহত অবস্থায় দৌড়ে পালানোর সময় হাফেজ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতি থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাফেজ উদ্দিনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।