নির্বাচনে হেরে বসুরহাটের বিএনপি প্রার্থীর যত অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২২:৪৯:৪৯ | অনলাইন সংস্করণ
বসুরহাট পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিনে কারসাজি করে তাকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বসুরহাট পৌরসভার বিএনপিদলীয় প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী।
সোমবার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বসুরহাট পৌরসভায় ইভিএমে নির্বাচনের মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে- এ নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন সরকারের আজ্ঞাবহ। এ নির্বাচন কমিশন সরকারের আদেশে ইভিএমের মাধ্যমে শাসকদলীয় প্রার্থীদের জিতিয়ে দিতে সদা প্রস্তুত থাকে।
কামাল উদ্দিন চৌধুরী আরও বলেন, মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমার প্রতিদ্বন্দ্বী সরকারদলীয় নেতাকর্মীরা নির্বাচনে আমার নেতাকর্মীদের কোনো অসহযোগিতা করেনি বা আমার পোস্টার-ফেস্টুন ছিঁড়েনি বা আমার নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করেনি। কারণ তারা জানে ভোটাররা ইভিএম মেশিনে যে প্রতীকেই ছাপ দেবেন ভোটটা চলে যাবে নৌকা প্রতীকে।
তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা এতদিন যে অভিযোগ করে আসছিলেন তা আবারো সঠিক প্রমাণিত হলো।
তিনি আরও বলেন, শত প্রতিকূলতার মাঝেও বিএনপির নেতাকর্মীরা এ নির্বাচনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি করেছেন তার জন্য তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান। বসুরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে রাজনৈতিক যে শিষ্টাচার সৃষ্টি হয়েছে তা ভবিষ্যৎ রাজনীতিতে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি বিশ্বাস করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নির্বাচনে হেরে বসুরহাটের বিএনপি প্রার্থীর যত অভিযোগ
বসুরহাট পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিনে কারসাজি করে তাকে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বসুরহাট পৌরসভার বিএনপিদলীয় প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী।
সোমবার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বসুরহাট পৌরসভায় ইভিএমে নির্বাচনের মাধ্যমে আবারো প্রমাণিত হয়েছে- এ নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন সরকারের আজ্ঞাবহ। এ নির্বাচন কমিশন সরকারের আদেশে ইভিএমের মাধ্যমে শাসকদলীয় প্রার্থীদের জিতিয়ে দিতে সদা প্রস্তুত থাকে।
কামাল উদ্দিন চৌধুরী আরও বলেন, মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমার প্রতিদ্বন্দ্বী সরকারদলীয় নেতাকর্মীরা নির্বাচনে আমার নেতাকর্মীদের কোনো অসহযোগিতা করেনি বা আমার পোস্টার-ফেস্টুন ছিঁড়েনি বা আমার নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করেনি। কারণ তারা জানে ভোটাররা ইভিএম মেশিনে যে প্রতীকেই ছাপ দেবেন ভোটটা চলে যাবে নৌকা প্রতীকে।
তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা এতদিন যে অভিযোগ করে আসছিলেন তা আবারো সঠিক প্রমাণিত হলো।
তিনি আরও বলেন, শত প্রতিকূলতার মাঝেও বিএনপির নেতাকর্মীরা এ নির্বাচনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি করেছেন তার জন্য তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান। বসুরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে রাজনৈতিক যে শিষ্টাচার সৃষ্টি হয়েছে তা ভবিষ্যৎ রাজনীতিতে অনুকূল পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি বিশ্বাস করেন।