মসজিদের মিম্বরে বসে রাজনৈতিক সমালোচনা করবেন না: কাদের মির্জা
নোয়াখালী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ২৩:০২:৩৯ | অনলাইন সংস্করণ
মসজিদের মিম্বরে বসে রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার বিজয়ী মেয়র আব্দুল কাদের মির্জা। একই সঙ্গে বঙ্গবন্ধুর সমালোচনা করতে নিষেধ করেছেন তিনি।
বসুরহাট পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর সোমবার বেলা ১১টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে ভোটারের সঙ্গে নির্বাচনী কুশলবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে কাদের মির্জা বলেন, আপনি যে দলই করেন আপনার রাইট আছে। কিন্তু বঙ্গবন্ধুর সমালোচনা করবেন না। এটা মানা হবে না। মসজিদের মিম্বরে বসে রাজনৈতিক সমালোচনা করবেন না। আমি আল্লাহকে সিজদা দেই। আমি সহানুভূতি আদায়ের চেষ্টা করি। জোর করে মুসলমান বানানোর চেষ্টা করলে আমার মনে হয় আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবেন না। মিম্বরে বসে রাজনীতি করবেন না।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মসজিদের মিম্বরে বসে রাজনৈতিক সমালোচনা করবেন না: কাদের মির্জা
মসজিদের মিম্বরে বসে রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার বিজয়ী মেয়র আব্দুল কাদের মির্জা। একই সঙ্গে বঙ্গবন্ধুর সমালোচনা করতে নিষেধ করেছেন তিনি।
বসুরহাট পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর সোমবার বেলা ১১টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে ভোটারের সঙ্গে নির্বাচনী কুশলবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে কাদের মির্জা বলেন, আপনি যে দলই করেন আপনার রাইট আছে। কিন্তু বঙ্গবন্ধুর সমালোচনা করবেন না। এটা মানা হবে না। মসজিদের মিম্বরে বসে রাজনৈতিক সমালোচনা করবেন না। আমি আল্লাহকে সিজদা দেই। আমি সহানুভূতি আদায়ের চেষ্টা করি। জোর করে মুসলমান বানানোর চেষ্টা করলে আমার মনে হয় আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবেন না। মিম্বরে বসে রাজনীতি করবেন না।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু প্রমুখ।