গোপালগঞ্জে পিকআপচাপায় ২ রিকশা আরোহী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ১০:০৫:২১ | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জে পিকআপচাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলি গ্রামের বাসিন্দা রিয়াজুল শেখ (১৭)।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম, মাছবোঝাই পিকআপটি গোপালগঞ্জ থেকে খুলনার দিকে যাচ্ছিল।
রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের মান্দারতলায় মাছবোঝাই ট্রাকটির সামনের চাকা বাস্ট হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের একটি রিকশাকে চাপা দেয়। এতে দুই রিকশা আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গোপালগঞ্জে পিকআপচাপায় ২ রিকশা আরোহী নিহত
গোপালগঞ্জে পিকআপচাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলি গ্রামের বাসিন্দা রিয়াজুল শেখ (১৭)।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম, মাছবোঝাই পিকআপটি গোপালগঞ্জ থেকে খুলনার দিকে যাচ্ছিল।
রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের মান্দারতলায় মাছবোঝাই ট্রাকটির সামনের চাকা বাস্ট হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের একটি রিকশাকে চাপা দেয়। এতে দুই রিকশা আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।