স্বামী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড
নোয়াখালী প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ২২:৪৪:৪৮ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের মধ্যম নরোত্তমপুর গ্রামে জমি রেজিস্ট্রি করে না দেয়ায় শ্বশুর-শাশুড়ির প্ররোচনায় স্বামী হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে স্ত্রীর পিতামাতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নোয়াখালীর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার মধ্যম নরোত্তমপুর গ্রামের শহীদ উল্যাহর সঙ্গে একই এলাকার আবুল হোসেনের মেয়ে বিবি কুলসুমের বিয়ে হয়। বিয়ের পর তাদের ৩ কন্যাসন্তানের জন্ম হয়। দাম্পত্য জীবনের একপর্যায়ে স্ত্রী বিবি কুলসুম স্বামীর কাছে ঢাকায় পাঁচতলা বাড়ির ১টি ফ্ল্যাট ও এলাকার জমি রেজিস্ট্রি করে দিতে চাপ সৃষ্টি করে।
কিন্তু স্বামী শহীদ উল্যাহ রাজি না হলে বিবি কুলসুমের পিতা আবুল হোসেন ও মাতা লিপি আক্তারের প্ররোচনায় স্ত্রী বিবি কুলসুম ঠাণ্ডা মাথায় ২০১৮ সালের ৩ মে সকালে স্বামীর গায়ে গরম তেল ঢেলে দেয়। প্রতিবেশীরা তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করেন। পরে ১২ মে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বেগমগঞ্জ থানা মামলা গ্রহণ না করলে আদালতে মামলা হয়। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষী নেয়ার পর শহীদ উল্যাহর স্ত্রী বিবি কুলসুমকে মৃত্যুদণ্ড ও প্ররোচনার দায়ে তার পিতা আবুল হোসেন ও মাতা লিপি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিবি কুলসুম ও তার মা লিপি আক্তার পলাতক রয়েছে। তারা আত্মসমর্পণ করলে বা গ্রেফতার হওয়ার পর থেকে তাদের সাজা শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্বামী হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড
নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নের মধ্যম নরোত্তমপুর গ্রামে জমি রেজিস্ট্রি করে না দেয়ায় শ্বশুর-শাশুড়ির প্ররোচনায় স্বামী হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে স্ত্রীর পিতামাতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নোয়াখালীর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার মধ্যম নরোত্তমপুর গ্রামের শহীদ উল্যাহর সঙ্গে একই এলাকার আবুল হোসেনের মেয়ে বিবি কুলসুমের বিয়ে হয়। বিয়ের পর তাদের ৩ কন্যাসন্তানের জন্ম হয়। দাম্পত্য জীবনের একপর্যায়ে স্ত্রী বিবি কুলসুম স্বামীর কাছে ঢাকায় পাঁচতলা বাড়ির ১টি ফ্ল্যাট ও এলাকার জমি রেজিস্ট্রি করে দিতে চাপ সৃষ্টি করে।
কিন্তু স্বামী শহীদ উল্যাহ রাজি না হলে বিবি কুলসুমের পিতা আবুল হোসেন ও মাতা লিপি আক্তারের প্ররোচনায় স্ত্রী বিবি কুলসুম ঠাণ্ডা মাথায় ২০১৮ সালের ৩ মে সকালে স্বামীর গায়ে গরম তেল ঢেলে দেয়। প্রতিবেশীরা তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করেন। পরে ১২ মে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বেগমগঞ্জ থানা মামলা গ্রহণ না করলে আদালতে মামলা হয়। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষী নেয়ার পর শহীদ উল্যাহর স্ত্রী বিবি কুলসুমকে মৃত্যুদণ্ড ও প্ররোচনার দায়ে তার পিতা আবুল হোসেন ও মাতা লিপি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিবি কুলসুম ও তার মা লিপি আক্তার পলাতক রয়েছে। তারা আত্মসমর্পণ করলে বা গ্রেফতার হওয়ার পর থেকে তাদের সাজা শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।