খামারের পাশে পড়েছিল যুবকের লাশ
সিলেটে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হওয়া এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। শহরতলীর খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের পাশ থেকে মঙ্গলবার রাত ৮ টায় লাশটি উদ্ধার করে পুলিশ।
শাহপরাণ থানা পুলিশ সূত্রে জানা গেছে, খুন হওয়া যুবক শাহপরাণ থানাধীন পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে নাইম আহমদ (২২)। তিনি মোহাম্মদপুর এলাকায় নানার বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। তার শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানান, উদ্ধারের ঘন্টা দুয়েক আগে নাইমকে ছু্রিকাঘাত করা হয়েছে বলে মনে হচ্ছে । লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
খামারের পাশে পড়েছিল যুবকের লাশ
সিলেটে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হওয়া এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। শহরতলীর খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের পাশ থেকে মঙ্গলবার রাত ৮ টায় লাশটি উদ্ধার করে পুলিশ।
শাহপরাণ থানা পুলিশ সূত্রে জানা গেছে, খুন হওয়া যুবক শাহপরাণ থানাধীন পাঁচঘড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে নাইম আহমদ (২২)। তিনি মোহাম্মদপুর এলাকায় নানার বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। তার শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানান, উদ্ধারের ঘন্টা দুয়েক আগে নাইমকে ছু্রিকাঘাত করা হয়েছে বলে মনে হচ্ছে । লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।