উখিয়ায় সড়কে প্রাণ গেল যুবকের
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১০:৩১:৩৩ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এহসানুল হক মিসেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উখিয়ার পালংগার্ডেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিসেল উখিয়ার তুতুরবিল গ্রামের জাফর আলমের ছেলে।
নিহতের প্রতিবেশী রোমানা ইয়াছমিস পুতুল জানান, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
সেখান থেকে গুরুতর মিসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ হোসাইন বলেন, দুর্ঘটনার খবর শুনেছি; বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উখিয়ায় সড়কে প্রাণ গেল যুবকের
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এহসানুল হক মিসেল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উখিয়ার পালংগার্ডেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিসেল উখিয়ার তুতুরবিল গ্রামের জাফর আলমের ছেলে।
নিহতের প্রতিবেশী রোমানা ইয়াছমিস পুতুল জানান, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
সেখান থেকে গুরুতর মিসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ হোসাইন বলেন, দুর্ঘটনার খবর শুনেছি; বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।