খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় কলেজছাত্র নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১১:০২:৫৩ | অনলাইন সংস্করণ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সন্ত্রাসী হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আলীনগর গ্রামের সালাম ফকিরের বাগানের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম রাকিবুল। তিনি উপজেলার উল্টাছড়ি ইউপির আলীনগর গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র।
তবে রাকিবুল করোনার মহামারীর কারণে অভাবের সংসারে পড়ালেখার পাশাপাশি মোটরসাইকেলে যাত্রী বহন করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন রাকিবুল। রাত সাড়ে ৮টার দিকে আলীনগর গ্রামের সালাম ফকিরের বাগানে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা রাকিবের মাথায় সজোরে আঘাত করে।
এতে তার মাথা ফেটে দুভাগ হয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বুধবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
রাকিবের সঙ্গে থাকা পাইয়ংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল জানান, বুধবার ভোর ৪টায় চমেকে চিকিৎসাধীন থেকে ওই ছাত্রের মৃত্যু হয়।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন জানান, ঘটনাটি দুঃখজনক। এ নিয়ে পুলিশ মাঠে কাজ করছে।
রহস্য উদ্ঘাটন করে আসামিদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে এখনও থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি বলেও জানান ওসি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
খাগড়াছড়িতে সন্ত্রাসী হামলায় কলেজছাত্র নিহত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সন্ত্রাসী হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আলীনগর গ্রামের সালাম ফকিরের বাগানের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম রাকিবুল। তিনি উপজেলার উল্টাছড়ি ইউপির আলীনগর গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র।
তবে রাকিবুল করোনার মহামারীর কারণে অভাবের সংসারে পড়ালেখার পাশাপাশি মোটরসাইকেলে যাত্রী বহন করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন রাকিবুল। রাত সাড়ে ৮টার দিকে আলীনগর গ্রামের সালাম ফকিরের বাগানে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা রাকিবের মাথায় সজোরে আঘাত করে।
এতে তার মাথা ফেটে দুভাগ হয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বুধবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
রাকিবের সঙ্গে থাকা পাইয়ংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল জানান, বুধবার ভোর ৪টায় চমেকে চিকিৎসাধীন থেকে ওই ছাত্রের মৃত্যু হয়।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন জানান, ঘটনাটি দুঃখজনক। এ নিয়ে পুলিশ মাঠে কাজ করছে।
রহস্য উদ্ঘাটন করে আসামিদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে এখনও থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি বলেও জানান ওসি।