ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৪:৪৬:৩৪ | অনলাইন সংস্করণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ।
কালিয়াকৈরের খারাজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভারের নির্মাণকাজ চলছে। এ ছাড়া চারলেনের মহাসড়কে এখন দুই লেন চালু থাকায় বুধবার ভোর থেকে ওই মহাসড়কে এ যানজট শুরু হয়েছে। এর পর বৃষ্টি শুরু হলে দুপুর পর্যন্ত তা মির্জাপুরের গোড়াই এলাকা পর্যন্ত পৌঁছায়। তবে চন্দ্রা মোড়ে কোনো যানজট দেখা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, যানজট কালিয়াকৈরের খারাজোড়া থেকে মির্জাপুরের গোড়াই এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। যানজট কমাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারটি পয়েন্ট হাইওয়ের পুলিশের টিম কাজ করছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ।
কালিয়াকৈরের খারাজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভারের নির্মাণকাজ চলছে। এ ছাড়া চারলেনের মহাসড়কে এখন দুই লেন চালু থাকায় বুধবার ভোর থেকে ওই মহাসড়কে এ যানজট শুরু হয়েছে। এর পর বৃষ্টি শুরু হলে দুপুর পর্যন্ত তা মির্জাপুরের গোড়াই এলাকা পর্যন্ত পৌঁছায়। তবে চন্দ্রা মোড়ে কোনো যানজট দেখা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, যানজট কালিয়াকৈরের খারাজোড়া থেকে মির্জাপুরের গোড়াই এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। যানজট কমাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারটি পয়েন্ট হাইওয়ের পুলিশের টিম কাজ করছে।