পীরগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৯:২৯:১০ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জে শীতকালীন প্রশিক্ষণ ২০২০-২০২১ উপলক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বাজিতপুর আমিনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পিংয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর সেনানিবাসটি ৬৬ পদাতিক ডিভিশনের অধীনে। ওই ডিভিশনের অধীনে ৭২ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ৩৪ ইস্ট বেঙ্গল (মেক.) ও ১০ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় পীরগঞ্জে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার বাজিতপুর আমিনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্থান থেকে রোগীরা আসতে শুরু করে।
ওই ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ মেজর আব্দুল্লাহ আল মামুন, শিশু বিশেষজ্ঞ লে. কর্নেল কামরুন নাহার, গাইনি বিশেষজ্ঞ লে. কর্নেল জিনিয়া সুলতানা, সার্জারি বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোছাদ্দেক হোসেন, ফিমেল মেডিকেল অ্যাসিসটেন্ট সৈনিক পপি আক্তারসহ ডাক্তাররা ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাপত্র দিয়েছেন।
সার্জারি বিশেষজ্ঞ ক্যাপ্টেন ডা. মোছাদ্দেক হোসেন বলেন, এখানে সার্জারি রোগীদের চিহ্নিত করে ব্যবস্থাপত্র এবং অন্য রোগীদের ওষুধ দেয়া হচ্ছে।
ক্যাপ্টেন (অ্যাডমিন) কামরুল ইসলাম বলেন, করোনার পর থেকেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাপ্তাহিক মেডিকেল ক্যাম্পেইনের অংশ হিসেবে পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হলো। এর আগে রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ ও রংপুর সদর উপজেলায় চিকিৎসাসেবা দেয়া হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পীরগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ
পীরগঞ্জে শীতকালীন প্রশিক্ষণ ২০২০-২০২১ উপলক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বাজিতপুর আমিনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্পিংয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর সেনানিবাসটি ৬৬ পদাতিক ডিভিশনের অধীনে। ওই ডিভিশনের অধীনে ৭২ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ৩৪ ইস্ট বেঙ্গল (মেক.) ও ১০ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় পীরগঞ্জে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার বাজিতপুর আমিনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্থান থেকে রোগীরা আসতে শুরু করে।
ওই ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ মেজর আব্দুল্লাহ আল মামুন, শিশু বিশেষজ্ঞ লে. কর্নেল কামরুন নাহার, গাইনি বিশেষজ্ঞ লে. কর্নেল জিনিয়া সুলতানা, সার্জারি বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোছাদ্দেক হোসেন, ফিমেল মেডিকেল অ্যাসিসটেন্ট সৈনিক পপি আক্তারসহ ডাক্তাররা ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাপত্র দিয়েছেন।
সার্জারি বিশেষজ্ঞ ক্যাপ্টেন ডা. মোছাদ্দেক হোসেন বলেন, এখানে সার্জারি রোগীদের চিহ্নিত করে ব্যবস্থাপত্র এবং অন্য রোগীদের ওষুধ দেয়া হচ্ছে।
ক্যাপ্টেন (অ্যাডমিন) কামরুল ইসলাম বলেন, করোনার পর থেকেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাপ্তাহিক মেডিকেল ক্যাম্পেইনের অংশ হিসেবে পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হলো। এর আগে রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ ও রংপুর সদর উপজেলায় চিকিৎসাসেবা দেয়া হয়েছে বলেও তিনি জানান।