পাঠশালা পাস করা সেই ডেন্টিস্ট লাভলু গ্রেফতার
সিলেট ব্যুরো ও ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা
২০ জানুয়ারি ২০২১, ১৯:৪৬:৫৫ | অনলাইন সংস্করণ
যুগান্তরে সোমবার সংবাদ প্রকাশের পর সিলেটের ফেঞ্চুগঞ্জে ভুয়া ডেন্টিস্ট এমএসইউ লাভলুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার সদরের পশ্চিম বাজারের এ্যাপোলো ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাভলুকে গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ।
আরও পড়ুন:পাঠশালা পাস করা লাভলু এখন নামকরা ডেন্টিস্ট!
এ সময় নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ডেন্টিস্ট লাভলুর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও তার নামের সঙ্গে যুক্ত ডিডিটি ও এমডিডি উপাধির সনদপত্র দেখতে চাইলে লাভলু তা দেখাতে পারেননি। দীর্ঘদিন ধরে লাভলু নিজেকে ডেন্টিস্ট পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার অপচিকিৎসায় অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নির্বাহী অফিসার রাখী আহমেদ জানান, অপরাধের মাত্রা বেশি হওয়ায় নিয়মিত মামলা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাঠশালা পাস করা সেই ডেন্টিস্ট লাভলু গ্রেফতার
যুগান্তরে সোমবার সংবাদ প্রকাশের পর সিলেটের ফেঞ্চুগঞ্জে ভুয়া ডেন্টিস্ট এমএসইউ লাভলুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার সদরের পশ্চিম বাজারের এ্যাপোলো ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাভলুকে গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ।
আরও পড়ুন: পাঠশালা পাস করা লাভলু এখন নামকরা ডেন্টিস্ট!
এ সময় নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ডেন্টিস্ট লাভলুর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও তার নামের সঙ্গে যুক্ত ডিডিটি ও এমডিডি উপাধির সনদপত্র দেখতে চাইলে লাভলু তা দেখাতে পারেননি। দীর্ঘদিন ধরে লাভলু নিজেকে ডেন্টিস্ট পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার অপচিকিৎসায় অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নির্বাহী অফিসার রাখী আহমেদ জানান, অপরাধের মাত্রা বেশি হওয়ায় নিয়মিত মামলা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।