ফরিদপুরে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ২০:২৬:১৪ | অনলাইন সংস্করণ
ফরিদপুরের বগাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস মহাসড়কের বগাইল টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আলমাছের ছেলে রশিদ মোল্লা (৫২), ফরিদপুরের নগরকান্দা থানার ডাঙ্গি গ্রামের জাহানারা বেগম (৪৫), একই থানার আইনপুর গ্রামের নাছিমা বেগম (৩০) এবং অজ্ঞাত নারী (২০)।
জানা যায়, মাওয়া থেকে ভাঙ্গাগামী লোকালবাস যাত্রীবোঝাই করে ভাঙ্গায় আসছিল। ঘটনাস্থলে সরু জায়গা হওয়ায় ড্রাইভার বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার উপর উঠে বাসটি উল্টে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, বেপরোয়া গতিতে চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত তিনজনকে থানায় রাখা হয়েছে। অজ্ঞাত নিহতের অভিভাবক পাওয়া গেলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। তবে যান চলাচল স্বাভাবিক আছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফরিদপুরে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
ফরিদপুরের বগাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস মহাসড়কের বগাইল টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আলমাছের ছেলে রশিদ মোল্লা (৫২), ফরিদপুরের নগরকান্দা থানার ডাঙ্গি গ্রামের জাহানারা বেগম (৪৫), একই থানার আইনপুর গ্রামের নাছিমা বেগম (৩০) এবং অজ্ঞাত নারী (২০)।
জানা যায়, মাওয়া থেকে ভাঙ্গাগামী লোকালবাস যাত্রীবোঝাই করে ভাঙ্গায় আসছিল। ঘটনাস্থলে সরু জায়গা হওয়ায় ড্রাইভার বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার উপর উঠে বাসটি উল্টে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, বেপরোয়া গতিতে চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত তিনজনকে থানায় রাখা হয়েছে। অজ্ঞাত নিহতের অভিভাবক পাওয়া গেলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। তবে যান চলাচল স্বাভাবিক আছে।