৩শ' হাঙ্গরসহ ১৩ জেলে আটক
বরগুনার পাথরঘাটায় প্রায় ৩০০ হাঙ্গরের বাচ্চাসহ ১৩ জেলেকে আটক করেছেন কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের সদস্যরা। পরে তাদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
বুধবার দুপুর ২টার সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা জেলেদের ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
এর আগে সকাল ৯টার দিকে বিষখালী নদীর মোহনা সোনাতলা এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড।
আটককৃতরা হলো- আব্দুল খালেক মাঝি, মো. ইব্রাহিম, মো. সিদ্দিক, বাচ্চু, আসলাম, আলমগীর, ইসমাইল, ফোরকান, জাহাঙ্গীর, কালাম, আলাউদ্দিন, বশির ও ছালাম।
নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা জানান,হাঙ্গর নিধন সম্পূর্ণ বেআইনি, তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হাঙ্গরগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৩শ' হাঙ্গরসহ ১৩ জেলে আটক
বরগুনার পাথরঘাটায় প্রায় ৩০০ হাঙ্গরের বাচ্চাসহ ১৩ জেলেকে আটক করেছেন কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের সদস্যরা। পরে তাদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
বুধবার দুপুর ২টার সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা জেলেদের ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
এর আগে সকাল ৯টার দিকে বিষখালী নদীর মোহনা সোনাতলা এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড।
আটককৃতরা হলো- আব্দুল খালেক মাঝি, মো. ইব্রাহিম, মো. সিদ্দিক, বাচ্চু, আসলাম, আলমগীর, ইসমাইল, ফোরকান, জাহাঙ্গীর, কালাম, আলাউদ্দিন, বশির ও ছালাম।
নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা জানান,হাঙ্গর নিধন সম্পূর্ণ বেআইনি, তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হাঙ্গরগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।