কুতুপালং হাসপাতালে কাতরাচ্ছে অজ্ঞাত শিশু
উখিয়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ২২:৪২:০২ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং চৌধুরী ফিলিং স্টেশন সংলগ্ন স্থান থেকে দুর্ঘটনায় গুরুতর জখম এক শিশুকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান এক রিকশাচালক।
উখিয়ার শাহপরী হাইওয়ে পুলিশের এএসআই মতিউর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আমরা খবর পাই। ছেলেটি কোন সময়, কী গাড়িতে দুর্ঘটনায় পতিত হলো কেউ জানাতে পারেনি। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেও ওই শিশুকে কেউ চিনছে না বা সন্ধান দিতে পারছে না। ছেলেটির জ্ঞান ফেরেনি। তাই তার সঠিক নাম-ঠিকানা বলা যাচ্ছে না।
গুরুতর জখম ছেলেটির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুতুপালং হাসপাতালে কাতরাচ্ছে অজ্ঞাত শিশু
কক্সবাজারের উখিয়ার কুতুপালং চৌধুরী ফিলিং স্টেশন সংলগ্ন স্থান থেকে দুর্ঘটনায় গুরুতর জখম এক শিশুকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান এক রিকশাচালক।
উখিয়ার শাহপরী হাইওয়ে পুলিশের এএসআই মতিউর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আমরা খবর পাই। ছেলেটি কোন সময়, কী গাড়িতে দুর্ঘটনায় পতিত হলো কেউ জানাতে পারেনি। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেও ওই শিশুকে কেউ চিনছে না বা সন্ধান দিতে পারছে না। ছেলেটির জ্ঞান ফেরেনি। তাই তার সঠিক নাম-ঠিকানা বলা যাচ্ছে না।
গুরুতর জখম ছেলেটির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ।