পায়রাবন্দর ও কুয়াকাটা সৈকতে পরিকল্পনামন্ত্রী
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ২২:৫১:০৩ | অনলাইন সংস্করণ
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান পায়রা বন্দর এলাকা পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি কলাপাড়ার পায়রা বন্দর প্রকল্প এলাকায় পৌঁছেন। মন্ত্রী এ সময় বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন করেন পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম।
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হুমায়ুন কল্লোল বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী ছাড়াও সফরসঙ্গী, পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক উপস্থিত ছিলেন।
বিকালে মন্ত্রী এমএ মান্নান কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেন। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, দক্ষিণের এই জনপদের অর্থনৈতিক উন্নয়নে পায়রা বন্দর নির্মাণ করা হয়েছে। কুয়াকাটার উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হয়েছে। বিস্ময়কর এই উন্নয়ন পরিকল্পনা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিচ্ছেন। চলমান উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী রাতে কুয়াকাটায় রাতযাপন করবেন বলে প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পায়রাবন্দর ও কুয়াকাটা সৈকতে পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান পায়রা বন্দর এলাকা পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি কলাপাড়ার পায়রা বন্দর প্রকল্প এলাকায় পৌঁছেন। মন্ত্রী এ সময় বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন করেন পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম।
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হুমায়ুন কল্লোল বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী ছাড়াও সফরসঙ্গী, পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক উপস্থিত ছিলেন।
বিকালে মন্ত্রী এমএ মান্নান কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেন। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, দক্ষিণের এই জনপদের অর্থনৈতিক উন্নয়নে পায়রা বন্দর নির্মাণ করা হয়েছে। কুয়াকাটার উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হয়েছে। বিস্ময়কর এই উন্নয়ন পরিকল্পনা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিচ্ছেন। চলমান উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী রাতে কুয়াকাটায় রাতযাপন করবেন বলে প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।