সুনামগঞ্জে ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
যুগান্তর রিপোর্ট, তাহিরপুর
২০ জানুয়ারি ২০২১, ২২:৫১:২৫ | অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের সাত ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃতে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল দ্রব্য বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাজারের ইমন বেকারিকে ১৫ হাজার টাকা, ইসলামিয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা, ইমা স্টোরকে ৩ হাজার টাকা, সততা স্টোরকে ৩ হাজার টাকা, একতা স্টোরকে ৮ হাজার টাকা, মেহেদী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, মেসার্স কৃষি বিপণীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুনামগঞ্জে ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের সাত ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃতে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল দ্রব্য বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাজারের ইমন বেকারিকে ১৫ হাজার টাকা, ইসলামিয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা, ইমা স্টোরকে ৩ হাজার টাকা, সততা স্টোরকে ৩ হাজার টাকা, একতা স্টোরকে ৮ হাজার টাকা, মেহেদী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, মেসার্স কৃষি বিপণীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।