নোয়াখালীতে পিস্তল ও গুলিসহ মাদক কারবারি গ্রেফতার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ০১:২৩:৪৫ | অনলাইন সংস্করণ
নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক প্রকাশ সোহান (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওমর ফারুক সোহান জয়কৃষ্ণপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ওমর ফারুক সোহানকে গ্রেফতার করে ডিবি। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, দুটি কার্তুজ, একটি কিরিচ, ২২ পিস ইয়াবা, এক গ্রাম গাঁজা ও ফেনসিডিলসহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হুসাইন যুগান্তরকে জানান, ওমর ফারুকের বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালীতে পিস্তল ও গুলিসহ মাদক কারবারি গ্রেফতার
নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুক প্রকাশ সোহান (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওমর ফারুক সোহান জয়কৃষ্ণপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ওমর ফারুক সোহানকে গ্রেফতার করে ডিবি। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, দুটি কার্তুজ, একটি কিরিচ, ২২ পিস ইয়াবা, এক গ্রাম গাঁজা ও ফেনসিডিলসহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হুসাইন যুগান্তরকে জানান, ওমর ফারুকের বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা করা হয়েছে।