পূবাইলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কম্বল বিতরণ
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ১৫:৫৪:০০ | অনলাইন সংস্করণ
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মিরেরবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের উদ্যোগে দুই শতাধিক দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলভার্ট পি কস্তা বাধন।
সভাপতিত্ব করেন গাজীপুর সিটির ৪২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান উদ্দিন আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি মাহবুব হাসান সবুজ।
আলভার্ট পি কস্তা বলেন, আমরা জনগণের দল। জনবিচ্ছিন্ন নই। শীতার্ত ও অসহায় জনগণের পাশে থেকে সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। করোনাকালে যেমন জনগণের পাশে আছি, তেমনি আমাদের নেতা শহীদ জিয়ার জন্মবার্ষিকী উদযাপনে শীতার্তদের পাশে দাঁড়িয়েছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান খান লাভলু, মহানগর বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক আবদুল আলিম, কৃষক দল গাজীপুর জেলার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা মোসাদ্দেক গাজী, বিএনপি নেতা কবির হোসেন প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পূবাইলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কম্বল বিতরণ
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মিরেরবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের উদ্যোগে দুই শতাধিক দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলভার্ট পি কস্তা বাধন।
সভাপতিত্ব করেন গাজীপুর সিটির ৪২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান উদ্দিন আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি মাহবুব হাসান সবুজ।
আলভার্ট পি কস্তা বলেন, আমরা জনগণের দল। জনবিচ্ছিন্ন নই। শীতার্ত ও অসহায় জনগণের পাশে থেকে সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। করোনাকালে যেমন জনগণের পাশে আছি, তেমনি আমাদের নেতা শহীদ জিয়ার জন্মবার্ষিকী উদযাপনে শীতার্তদের পাশে দাঁড়িয়েছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান খান লাভলু, মহানগর বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক আবদুল আলিম, কৃষক দল গাজীপুর জেলার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা মোসাদ্দেক গাজী, বিএনপি নেতা কবির হোসেন প্রমুখ।