আড়াইহাজারে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ১৯:৫৩:৫২ | অনলাইন সংস্করণ
আড়াইহাজারে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর পৌরসভা এলাকার ঝাউগড়ায় জাহিন স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রায় ৭ টি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো ভস্মীভূত হয়ে যায় মিলটি।
আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহজাহান জানান, আড়াইহাজার, কাঞ্চন ,মাধবদী ও সোনারগাঁ, থেকে ৭ট ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত ১টায় আগুন লাগার পর ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি।
জাহিন স্পিনিং মিলের মালিক মাহমুদুর রহমান সুমন জানান, অগ্নিকাণ্ড কিভাবে হয়েছে এখনো জানি না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আড়াইহাজারে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
আড়াইহাজারে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর পৌরসভা এলাকার ঝাউগড়ায় জাহিন স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রায় ৭ টি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো ভস্মীভূত হয়ে যায় মিলটি।
আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহজাহান জানান, আড়াইহাজার, কাঞ্চন ,মাধবদী ও সোনারগাঁ, থেকে ৭ট ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত ১টায় আগুন লাগার পর ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি।
জাহিন স্পিনিং মিলের মালিক মাহমুদুর রহমান সুমন জানান, অগ্নিকাণ্ড কিভাবে হয়েছে এখনো জানি না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।