প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণ, যুবক গ্রেফতার
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ১৯:৫৬:২৭ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর শান্ত চন্দ্র বিশ্বাস (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শান্ত চন্দ্র বিশ্বাস রূপগঞ্জ উপজেলার গাউছিয়া ভুলতা এলাকার টিটু চন্দ্র বিশ্বাসের ছেলে।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শান্ত চন্দ্র বিশ্বাস ফতুল্লার লামাপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করত। তার পাশের বাড়ির গার্মেন্টকর্মী ও রিকশাচালক দম্পতির মানসিক প্রতিবন্ধী কিশোরীকে গত ৫ অক্টোবর সন্ধ্যায় বাড়ির কাছের একটি নির্জন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
এরপর পর্যায়ক্রমে আরও ২/৩ বার ধর্ষণ করে সে। এতে অন্তঃসত্ত্বা ধারণা করে বিষয়টি বুধবার জানতে পারেন কিশোরীর গার্মেন্টকর্মী মা। এদিন রাতেই কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। এ মামলায় শান্ত চন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণ, যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর শান্ত চন্দ্র বিশ্বাস (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শান্ত চন্দ্র বিশ্বাস রূপগঞ্জ উপজেলার গাউছিয়া ভুলতা এলাকার টিটু চন্দ্র বিশ্বাসের ছেলে।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শান্ত চন্দ্র বিশ্বাস ফতুল্লার লামাপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করত। তার পাশের বাড়ির গার্মেন্টকর্মী ও রিকশাচালক দম্পতির মানসিক প্রতিবন্ধী কিশোরীকে গত ৫ অক্টোবর সন্ধ্যায় বাড়ির কাছের একটি নির্জন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
এরপর পর্যায়ক্রমে আরও ২/৩ বার ধর্ষণ করে সে। এতে অন্তঃসত্ত্বা ধারণা করে বিষয়টি বুধবার জানতে পারেন কিশোরীর গার্মেন্টকর্মী মা। এদিন রাতেই কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। এ মামলায় শান্ত চন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়।