রেকারচাপায় মোটরসাইকেলআরোহী যুবক নিহত
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ২০:৩৩:২৯ | অনলাইন সংস্করণ
নবীগঞ্জ-আউশকান্দি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সজীব আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সজীব আহমেদ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছাদ মিয়ার ছেলে সজীব আহমেদ। পথিমধ্যে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌঁছা মাত্রাই পেছন দিক থেকে আসা দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়িকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।
এসময় মোটরসাইকেল আরোহী সজীব মোটরসাইকেল থেকে পড়ে যান। তখন আউশকান্দি হতে নবীগঞ্জগামী সরকারি একটি রেকারের চাকার নিচে সজীবের পা চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে সজীবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রেকারচাপায় মোটরসাইকেলআরোহী যুবক নিহত
নবীগঞ্জ-আউশকান্দি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সজীব আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সজীব আহমেদ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছাদ মিয়ার ছেলে সজীব আহমেদ। পথিমধ্যে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌঁছা মাত্রাই পেছন দিক থেকে আসা দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়িকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।
এসময় মোটরসাইকেল আরোহী সজীব মোটরসাইকেল থেকে পড়ে যান। তখন আউশকান্দি হতে নবীগঞ্জগামী সরকারি একটি রেকারের চাকার নিচে সজীবের পা চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে সজীবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।