জামিনে এসে ফের বেপরোয়া কিশোর গ্যাং প্রধান ইভন
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ২০:৩৫:৫৪ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবলার রাসেল হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং প্রধান ইভন মাদক মামলায় জামিনে এসে আবারো বেপরোয়া হয়ে উঠেছেন।
মঙ্গলবার রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় লেপ তোষক বিক্রেতার দোকানে হামলা চালিয়ে ধারালো ছুরির ভয় দেখিয়ে এক লাখ ৯৩ হাজার টাকাসহ ক্যাশ বাক্স লুটে নিয়েছেন ইভন ও তার সহযোগীরা।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে লেপ তোষক বিক্রেতা কামাল হোসেন ফতুল্লা মডেল থানায় কিশোর গ্যাং প্রধান নাহিয়ান ইভন ও তার তিন সহযোগী লিয়ন, নাসিম, সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
ইভন ইসদাইর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, ইভন তার সহযোগীদের নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কামাল হোসেনের দোকানে এসে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ বাক্স থেকে এক লাখ ৮১ হাজার টাকা ও পকেট থেকে ১২ হাজার টাকাসহ দোকানের ক্যাশ বাক্স লুটে নেয়। তখন কামাল হোসেন ডাক চিৎকার করলে ইভন ও তার সহযোগীরা তাকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগকারী কামাল হোসেন জানান, টাকা লুটের সময় ক্যাশ বাক্সটিও সন্ত্রাসীরা নিয়ে যায়। পরে বৃহস্পতিবার বিকেলে শুধু ক্যাশ বাক্সটি দোকানে ফেরত দিয়ে গেছে। টাকা ফেরত দেয়নি। উল্টো বলে গেছেন থানা পুলিশকে জানালে পরিণাম খারাপ হবে।
অভিযোগ তদন্তকারী ফতুল্লা মডেল থানার এসআই নূর মোহাম্মদ জানান, তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ৬ ডিসেম্বর ইসদাইর এলাকা থেকে ইভন ও তার দুই সহযোগী সাদ্দাম এবং সাব্বিরকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কিছুদিন জেল খেটে জামিনে মুক্তি পান দুই সহযোগীসহ ইভন। এরপর আবারো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ করে তুলেছেন ইভন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জামিনে এসে ফের বেপরোয়া কিশোর গ্যাং প্রধান ইভন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবলার রাসেল হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং প্রধান ইভন মাদক মামলায় জামিনে এসে আবারো বেপরোয়া হয়ে উঠেছেন।
মঙ্গলবার রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় লেপ তোষক বিক্রেতার দোকানে হামলা চালিয়ে ধারালো ছুরির ভয় দেখিয়ে এক লাখ ৯৩ হাজার টাকাসহ ক্যাশ বাক্স লুটে নিয়েছেন ইভন ও তার সহযোগীরা।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে লেপ তোষক বিক্রেতা কামাল হোসেন ফতুল্লা মডেল থানায় কিশোর গ্যাং প্রধান নাহিয়ান ইভন ও তার তিন সহযোগী লিয়ন, নাসিম, সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
ইভন ইসদাইর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, ইভন তার সহযোগীদের নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কামাল হোসেনের দোকানে এসে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ বাক্স থেকে এক লাখ ৮১ হাজার টাকা ও পকেট থেকে ১২ হাজার টাকাসহ দোকানের ক্যাশ বাক্স লুটে নেয়। তখন কামাল হোসেন ডাক চিৎকার করলে ইভন ও তার সহযোগীরা তাকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগকারী কামাল হোসেন জানান, টাকা লুটের সময় ক্যাশ বাক্সটিও সন্ত্রাসীরা নিয়ে যায়। পরে বৃহস্পতিবার বিকেলে শুধু ক্যাশ বাক্সটি দোকানে ফেরত দিয়ে গেছে। টাকা ফেরত দেয়নি। উল্টো বলে গেছেন থানা পুলিশকে জানালে পরিণাম খারাপ হবে।
অভিযোগ তদন্তকারী ফতুল্লা মডেল থানার এসআই নূর মোহাম্মদ জানান, তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ৬ ডিসেম্বর ইসদাইর এলাকা থেকে ইভন ও তার দুই সহযোগী সাদ্দাম এবং সাব্বিরকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কিছুদিন জেল খেটে জামিনে মুক্তি পান দুই সহযোগীসহ ইভন। এরপর আবারো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ করে তুলেছেন ইভন।