আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ২১:৩১:০৬ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পায়রা চত্বর এলাকাসহ বিভিন্ন এলাকায় চলছে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান শুরু করে তিতাস গ্যাসের রূপগঞ্জ জোন। অভিযানে এলাকার অবৈধ গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ প্রমুখ।
তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান জানান, গত ২০ দিন ধরে আড়াইহাজারে প্রায় ৮০ ভাগ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এর মধ্যে খানপাড়া এলাকায় ৪ কিলোমিটার, রাঘবদিতে আধা কিলোমিটার, নোয়াপাড়া দিঘিরপাড়ে ৫ কিলোমিটারসহ মনোহরদি বাগানবাড়ি, কর্মকারপাড়া মাত্রাসা রোড, ঝাউগড়াতেও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এখনও অভিযান অব্যাহত আছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোট কতগুলো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তা অভিযান শেষ হলে বলা যাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পায়রা চত্বর এলাকাসহ বিভিন্ন এলাকায় চলছে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান শুরু করে তিতাস গ্যাসের রূপগঞ্জ জোন। অভিযানে এলাকার অবৈধ গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান, ডেপুটি ম্যানেজার রিফাত আব্দুল্লাহ প্রমুখ।
তিতাস গ্যাসের রূপগঞ্জ অঞ্চলের ম্যানেজার মিজবাউর রহমান জানান, গত ২০ দিন ধরে আড়াইহাজারে প্রায় ৮০ ভাগ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এর মধ্যে খানপাড়া এলাকায় ৪ কিলোমিটার, রাঘবদিতে আধা কিলোমিটার, নোয়াপাড়া দিঘিরপাড়ে ৫ কিলোমিটারসহ মনোহরদি বাগানবাড়ি, কর্মকারপাড়া মাত্রাসা রোড, ঝাউগড়াতেও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এখনও অভিযান অব্যাহত আছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোট কতগুলো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তা অভিযান শেষ হলে বলা যাবে।