দুর্নীতির মামলায় তহসিলদার গ্রেফতার
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের সঠিক কোনো জবাব দিতে না পারায় তাকে গ্রেফতার করেছে দুদক।
বৃস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের জিইসি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত জয়নাল আবেদীন কক্সবাজার পৌরসভার পূর্ব পেশকার পাড়ার নুর মোহাম্মদের পুত্র।
দুদক সূত্রে জানা যায়, জয়নাল সরকারি কর্মচারী হওয়ার সত্ত্বেও কর্মস্থলের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কমিশন পাওয়ার আশায় আমমোক্তারনামা নিয়ে টাকা উত্তোলন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ লেনদেন করে সম্পদের মালিক বনে যান। তার স্ত্রী, কন্যা, শালা ও ভাইদের নামে প্রচুর সম্পদ রয়েছে। একই সঙ্গে কক্সবাজার মেডিকেল সংলগ্ন এলাকায় ২ কোটি টাকা মূল্যের বিশ শতক জমি কেনার তথ্যও পেয়েছে দুদক।
বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত জয়নাল আবেদীনকে জিইসি এলাকা গ্রেফতার করা হয়। সরকারি কর্মচারী হয়ে অবৈধভাবে লেনদেনের মাধ্যমে প্রচুর অর্থবিত্তের মালিক হন তিনি। বৃস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানোর হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি কক্সবাজারে ভূমি অধিগ্রহণের টাকাসহ ওয়াসিম উদ্দিন নামে এক কর্মচারীকে হাতনাতে গ্রেফতার করেছিল র্যাব। এসময় তার কাছ থেকে ৯৩ লাখ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় পর একই বছর ১০ মার্চ ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে দুদক। এ সময় সেলিম উল্লাহ, সালা উদ্দিন ও কমর উদ্দিন নামে ভূমি অফিসের তিন দালালকে দুদক গ্রেফতার করে। তদন্ত চলাকালে তাদের কাছ থেকে বেরিয়ে আসে কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী জয়নালের আবেদীনের নামও।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুর্নীতির মামলায় তহসিলদার গ্রেফতার
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের সঠিক কোনো জবাব দিতে না পারায় তাকে গ্রেফতার করেছে দুদক।
বৃস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের জিইসি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত জয়নাল আবেদীন কক্সবাজার পৌরসভার পূর্ব পেশকার পাড়ার নুর মোহাম্মদের পুত্র।
দুদক সূত্রে জানা যায়, জয়নাল সরকারি কর্মচারী হওয়ার সত্ত্বেও কর্মস্থলের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কমিশন পাওয়ার আশায় আমমোক্তারনামা নিয়ে টাকা উত্তোলন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ লেনদেন করে সম্পদের মালিক বনে যান। তার স্ত্রী, কন্যা, শালা ও ভাইদের নামে প্রচুর সম্পদ রয়েছে। একই সঙ্গে কক্সবাজার মেডিকেল সংলগ্ন এলাকায় ২ কোটি টাকা মূল্যের বিশ শতক জমি কেনার তথ্যও পেয়েছে দুদক।
বিষয়টি নিশ্চিত করে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত জয়নাল আবেদীনকে জিইসি এলাকা গ্রেফতার করা হয়। সরকারি কর্মচারী হয়ে অবৈধভাবে লেনদেনের মাধ্যমে প্রচুর অর্থবিত্তের মালিক হন তিনি। বৃস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানোর হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি কক্সবাজারে ভূমি অধিগ্রহণের টাকাসহ ওয়াসিম উদ্দিন নামে এক কর্মচারীকে হাতনাতে গ্রেফতার করেছিল র্যাব। এসময় তার কাছ থেকে ৯৩ লাখ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় পর একই বছর ১০ মার্চ ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে দুদক। এ সময় সেলিম উল্লাহ, সালা উদ্দিন ও কমর উদ্দিন নামে ভূমি অফিসের তিন দালালকে দুদক গ্রেফতার করে। তদন্ত চলাকালে তাদের কাছ থেকে বেরিয়ে আসে কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী জয়নালের আবেদীনের নামও।