তাহিরপুরে কিশোরকে হত্যার চেষ্টা
যুগান্তর রিপোর্ট, তাহিরপুর
২১ জানুয়ারি ২০২১, ২২:৩৯:৪০ | অনলাইন সংস্করণ
ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ধরে নিয়ে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে আলী হোসেন (১৬) নামে এক কিশোরকে হত্যা চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আলী হোসেন উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের ব্যবসায়ী ও কৃষক আমিরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার বিকালে ওই কিশোরের বাবা থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আব্দুল বারিকের প্রভাবশালী ছেলে আব্দুল কাইয়ুম ৮-১০ জনের দল নিয়ে গত সোমবার রাতে বালিয়াঘাট নতুন বাজারে আমিরুলের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাংচুর চালায়। একই সময় আমিরুলের কিশোর পুত্র আলী হোসেনকে ধরে নিয়ে নিয়ে ধারালো রামদা দিয়ে মাথায় কুপিয়ে হত্যা চেষ্টা চালায়।
এদিকে শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার রাতে আলী হোসেনে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আমিরুল ইসলাম জানান, সম্প্রতি কাইয়ুম আমার জমি দখল করে বোরো আবাদ করে এ নিয়ে বাঁধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে হত্যাচেষ্টায় চালায়।
অভিযোগ অস্বীকার করে উপজেলার বানিয়াগাঁও আব্দুল কাইয়ুম বললেন, আমিরুলের সাথে কিছুটা বিরোধ রয়েছে, সেটি সালিসে নিষ্পত্তি করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তাহিরপুরে কিশোরকে হত্যার চেষ্টা
ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ধরে নিয়ে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে আলী হোসেন (১৬) নামে এক কিশোরকে হত্যা চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আলী হোসেন উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের ব্যবসায়ী ও কৃষক আমিরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার বিকালে ওই কিশোরের বাবা থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আব্দুল বারিকের প্রভাবশালী ছেলে আব্দুল কাইয়ুম ৮-১০ জনের দল নিয়ে গত সোমবার রাতে বালিয়াঘাট নতুন বাজারে আমিরুলের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাংচুর চালায়। একই সময় আমিরুলের কিশোর পুত্র আলী হোসেনকে ধরে নিয়ে নিয়ে ধারালো রামদা দিয়ে মাথায় কুপিয়ে হত্যা চেষ্টা চালায়।
এদিকে শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার রাতে আলী হোসেনে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আমিরুল ইসলাম জানান, সম্প্রতি কাইয়ুম আমার জমি দখল করে বোরো আবাদ করে এ নিয়ে বাঁধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে হত্যাচেষ্টায় চালায়।
অভিযোগ অস্বীকার করে উপজেলার বানিয়াগাঁও আব্দুল কাইয়ুম বললেন, আমিরুলের সাথে কিছুটা বিরোধ রয়েছে, সেটি সালিসে নিষ্পত্তি করা হবে।