হোঁচট খেয়ে পড়ে গলায় ছুরিবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু
বগুড়া ব্যুরো
২১ জানুয়ারি ২০২১, ২২:৪৭:১৭ | অনলাইন সংস্করণ
বগুড়ার সারিয়াকান্দিতে জমির আইলের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে হাতে থাকা ছুরি গলায় বিদ্ধ হয়ে মিস্টার আলী (৮) নামে এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারচী ইউনিয়নের চর হরিণা গ্রামে এ ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেন।
নিহত মিস্টার বগুড়া শহরের নারুলী এলাকার মিঠু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়তো।
স্থানীয়রা জানায়, মিস্টার ৩/৪ দিন আগে মা রেশমা বেগমের সঙ্গে সারিয়াকান্দি উপজেলার চর হরিণা গ্রামে নানা কুড়ানু প্রামাণিকের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিশুটি খেলার ছলে হাতে ছুরি নিয়ে দৌড়ে নানার মূলা ক্ষেতের দিকে যাচ্ছিল।
এ সময় আইলের সঙ্গে হোঁচট খেয়ে সে মাটিতে পড়ে যায়। তখন হাতে থাকা ছুরিটি তার গলায় ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা মিস্টারকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, গলায় ছুরিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিশুর লাশ পরিবারের সদস্যরা শহরের বাড়িতে নিয়ে যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হোঁচট খেয়ে পড়ে গলায় ছুরিবিদ্ধ হয়ে শিশুর মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দিতে জমির আইলের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে হাতে থাকা ছুরি গলায় বিদ্ধ হয়ে মিস্টার আলী (৮) নামে এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারচী ইউনিয়নের চর হরিণা গ্রামে এ ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেন।
নিহত মিস্টার বগুড়া শহরের নারুলী এলাকার মিঠু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়তো।
স্থানীয়রা জানায়, মিস্টার ৩/৪ দিন আগে মা রেশমা বেগমের সঙ্গে সারিয়াকান্দি উপজেলার চর হরিণা গ্রামে নানা কুড়ানু প্রামাণিকের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিশুটি খেলার ছলে হাতে ছুরি নিয়ে দৌড়ে নানার মূলা ক্ষেতের দিকে যাচ্ছিল।
এ সময় আইলের সঙ্গে হোঁচট খেয়ে সে মাটিতে পড়ে যায়। তখন হাতে থাকা ছুরিটি তার গলায় ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা মিস্টারকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, গলায় ছুরিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিশুর লাশ পরিবারের সদস্যরা শহরের বাড়িতে নিয়ে যায়।