মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের মধ্যে জেলা পরিষদের উপহারসামগ্রী বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ০০:০৪:২৫ | অনলাইন সংস্করণ
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকগঞ্জের হরিরামপুরের ১০০ মুক্তিযোদ্ধাকে উপহারসামগ্রী দিয়েছে জেলা পরিষদ।
এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন তার সম্মানীর টাকা থেকে সবাইকে একহাজার টাকা করে এক লাখ টাকা প্রদান করেন।
হরিরামপুর মুক্তিযোদ্ধা কম্প্লেক্সে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির বীর সন্তানদের হাতে উপহার সামগ্রী (উন্নতমানের চাঁদর) ও নগদ টাকা তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শামীমা আক্তার চায়না ও হায়দার আলী তারেক, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসান ইমাম বাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন হারুন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মমিন উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গুলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন বলেন, জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উপজেলার আরও এক হাজার চার'শ দুঃস্থ ব্যক্তিকে শীতবস্ত্র দেওয়া হবে। এরআাগে, করোনা সংকটকালে তিনি তার সম্মানীর অর্থ দিয়ে ৯ লাখ ৮০ হাজার টাকার ত্রাণ দিয়েছেন বলেও জানান গোলাম মহীউদ্দীন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মানিকগঞ্জে মুক্তিযোদ্ধাদের মধ্যে জেলা পরিষদের উপহারসামগ্রী বিতরণ
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকগঞ্জের হরিরামপুরের ১০০ মুক্তিযোদ্ধাকে উপহারসামগ্রী দিয়েছে জেলা পরিষদ।
এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন তার সম্মানীর টাকা থেকে সবাইকে একহাজার টাকা করে এক লাখ টাকা প্রদান করেন।
হরিরামপুর মুক্তিযোদ্ধা কম্প্লেক্সে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির বীর সন্তানদের হাতে উপহার সামগ্রী (উন্নতমানের চাঁদর) ও নগদ টাকা তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শামীমা আক্তার চায়না ও হায়দার আলী তারেক, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসান ইমাম বাবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন হারুন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মমিন উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গুলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন বলেন, জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উপজেলার আরও এক হাজার চার'শ দুঃস্থ ব্যক্তিকে শীতবস্ত্র দেওয়া হবে। এরআাগে, করোনা সংকটকালে তিনি তার সম্মানীর অর্থ দিয়ে ৯ লাখ ৮০ হাজার টাকার ত্রাণ দিয়েছেন বলেও জানান গোলাম মহীউদ্দীন।