পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১৪:৫৯:৩৪ | অনলাইন সংস্করণ
ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুটি ঘাট এলাকায় প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে ছিল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর যানবাহন পারাপার শুরু হয়েছে ব্যস্ততম এ নৌরুটে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত মধ্যরাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত ২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
জিল্লুর রহমান আরও জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা সহস্রাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার শুরু করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুটি ঘাট এলাকায় প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে ছিল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর যানবাহন পারাপার শুরু হয়েছে ব্যস্ততম এ নৌরুটে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।
তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত মধ্যরাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত ২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
জিল্লুর রহমান আরও জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা সহস্রাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার শুরু করা হয়।