কুমিল্লায় নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা
কুমিল্লার বরুড়ায় আবুল হাসেম নামের এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার উপজেলার নলুয়া চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আবুল হাসেমকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই ও বাজারের অপর এক নৈশপ্রহরী আহত হয়েছে।
নিহত আবুল হাসেম(৫০) নলুয়া চাঁদপুর গ্রামের হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নৈশপ্রহরী আবুল হাসেম বাজারে দায়িত্ব পালনকালে একটি রাইস মিলের সামনে শুক্রবার ভোরে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। এ সময় রাইস মিলের সামনে আগুন জ্বালানোকে কেন্দ্র করে রাইস মিলের মালিক বাবুল ও তার সহযোগীরা নৈশপ্রহরী আবুল হাসেমের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে তাকে পিটিয়ে আহত করেন। এতে তার চিৎকারে তার ভাই আবু তাহের ও বাজারের অপর নৈশপ্রহরী সুরুজ মিয়া ঘটনাস্থলে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আবুল হাসেমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনায় জড়িতদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা
কুমিল্লার বরুড়ায় আবুল হাসেম নামের এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার উপজেলার নলুয়া চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আবুল হাসেমকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই ও বাজারের অপর এক নৈশপ্রহরী আহত হয়েছে।
নিহত আবুল হাসেম(৫০) নলুয়া চাঁদপুর গ্রামের হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নৈশপ্রহরী আবুল হাসেম বাজারে দায়িত্ব পালনকালে একটি রাইস মিলের সামনে শুক্রবার ভোরে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। এ সময় রাইস মিলের সামনে আগুন জ্বালানোকে কেন্দ্র করে রাইস মিলের মালিক বাবুল ও তার সহযোগীরা নৈশপ্রহরী আবুল হাসেমের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে তাকে পিটিয়ে আহত করেন। এতে তার চিৎকারে তার ভাই আবু তাহের ও বাজারের অপর নৈশপ্রহরী সুরুজ মিয়া ঘটনাস্থলে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আবুল হাসেমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনায় জড়িতদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।