চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১৮:৪০:৩১ | অনলাইন সংস্করণ
ঢাকার আশুলিয়ায় শাহিন উদ্দিন (২৬) নামের এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র।
শুক্রবার সকালে আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকার আড়িয়ারা মোড়ে পাশের একটি নির্জন স্থান থেকে অটোরিকশাচালক শাহিন উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহিন উদ্দিন পাবনার মৃত হারুন ব্যাপারীর ছেলে বলে জানা গেছে। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
আশুলিয়া থানার এসআই শেখ নাসের জানান, আড়িয়ারা মোড় এলাকার একটি নির্জন স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর কেউ তার অটোরিকশা ছিনতাই করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ঢাকার আশুলিয়ায় শাহিন উদ্দিন (২৬) নামের এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র।
শুক্রবার সকালে আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকার আড়িয়ারা মোড়ে পাশের একটি নির্জন স্থান থেকে অটোরিকশাচালক শাহিন উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহিন উদ্দিন পাবনার মৃত হারুন ব্যাপারীর ছেলে বলে জানা গেছে। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
আশুলিয়া থানার এসআই শেখ নাসের জানান, আড়িয়ারা মোড় এলাকার একটি নির্জন স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর কেউ তার অটোরিকশা ছিনতাই করেছে।