ঘাটাইলে পাকাঘর পেল ১৭৬ পরিবার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ১৩:৪৯:০২ | অনলাইন সংস্করণ
মুজিব শতবর্ষের উপহার হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৃহহীন ১৭৬টি পরিবারের হাতে পাকা ঘরের দলিল তুলে দেয়া হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পর এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে গৃহহীন পরিবারের হাতে এ দলিল তুলে দেয়া হয়। তাদের হাতে এ দলিল তুলে দেন এমপি আতাউর রহমান খান।
এ সময় উপজেলা পরিসদের হল রুমে ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- ঘাটাইল আসনের এমপি আতাউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঘাটাইলে পাকাঘর পেল ১৭৬ পরিবার
মুজিব শতবর্ষের উপহার হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গৃহহীন ১৭৬টি পরিবারের হাতে পাকা ঘরের দলিল তুলে দেয়া হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পর এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে গৃহহীন পরিবারের হাতে এ দলিল তুলে দেয়া হয়। তাদের হাতে এ দলিল তুলে দেন এমপি আতাউর রহমান খান।
এ সময় উপজেলা পরিসদের হল রুমে ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- ঘাটাইল আসনের এমপি আতাউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান প্রমুখ।