সাতকানিয়ায় ঘর পেল ২৬ গৃহহীন পরিবার
সাতকানিয়ায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে ২৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশের ভূমিহীন-গৃহহীনদের দুই ঘর বিশিষ্ট ৬৬ হাজার পাকা বাড়ির চাবি বুঝিয়ে দেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু তাহের এলএমজি, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলা সাব-রেজিস্ট্রার মীর হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসাইন, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাতকানিয়ায় ঘর পেল ২৬ গৃহহীন পরিবার
সাতকানিয়ায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে ২৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশের ভূমিহীন-গৃহহীনদের দুই ঘর বিশিষ্ট ৬৬ হাজার পাকা বাড়ির চাবি বুঝিয়ে দেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু তাহের এলএমজি, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলা সাব-রেজিস্ট্রার মীর হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসাইন, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় প্রমুখ।