রাউজানে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ২২:২১:৫৯ | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের রাউজানে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর জামাল উদ্দিন (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার সময় রাউজান পালিত পাড়ার কালীপদ ডাক্তারের বাড়ির পেছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এটিকে হত্যাকাণ্ড দাবি করে নিহতের পরিবার।
নিহত জামাল উদ্দিন রাউজান ছিটিয়াপাড়া এলাকার সুলতানপুর গ্রামের খুলুন সিকদার বাড়ির মৃত মো. সিদ্দিকের পুত্র। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
জামাল উদ্দিনের স্ত্রী রওশন আরা বেগম বলেন, শুক্রবার জুমার নামাজের পর পরিবারের সদস্যরা জানালীহাট ক্লাবে একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে থেকে বিকাল ৪টার সময় জামাল উদ্দিন রাউজানের মুন্সিরঘাটাস্থ পাকখাইন্যা পুকুর পাড়ে গ্যাস সিলিন্ডারের দোকানে চলে যান। প্রতিদিন রাত ৯টায় বাসায় ফিরলেও শুক্রবার ফিরেননি। দোকানে খবর নিলে মালিকপক্ষ জানান, জামাল উদ্দিন রাত সাড়ে ৯টায় বের হয়ে গেছেন। এরপর থেকে বারবার ফোনে রিং হলেও কল রিসিভ হয়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। পরদিন সকাল থেকে ফোন বন্ধ পাওয়া যায়।
রাউজান থানার এসআই ইসমাঈল হোসেন জানান, পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। মোবাইল ও জুতা পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রোববার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তানান্তর করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাউজানে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
চট্টগ্রামের রাউজানে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর জামাল উদ্দিন (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার সময় রাউজান পালিত পাড়ার কালীপদ ডাক্তারের বাড়ির পেছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এটিকে হত্যাকাণ্ড দাবি করে নিহতের পরিবার।
নিহত জামাল উদ্দিন রাউজান ছিটিয়াপাড়া এলাকার সুলতানপুর গ্রামের খুলুন সিকদার বাড়ির মৃত মো. সিদ্দিকের পুত্র। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
জামাল উদ্দিনের স্ত্রী রওশন আরা বেগম বলেন, শুক্রবার জুমার নামাজের পর পরিবারের সদস্যরা জানালীহাট ক্লাবে একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে থেকে বিকাল ৪টার সময় জামাল উদ্দিন রাউজানের মুন্সিরঘাটাস্থ পাকখাইন্যা পুকুর পাড়ে গ্যাস সিলিন্ডারের দোকানে চলে যান। প্রতিদিন রাত ৯টায় বাসায় ফিরলেও শুক্রবার ফিরেননি। দোকানে খবর নিলে মালিকপক্ষ জানান, জামাল উদ্দিন রাত সাড়ে ৯টায় বের হয়ে গেছেন। এরপর থেকে বারবার ফোনে রিং হলেও কল রিসিভ হয়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। পরদিন সকাল থেকে ফোন বন্ধ পাওয়া যায়।
রাউজান থানার এসআই ইসমাঈল হোসেন জানান, পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন নেই। মোবাইল ও জুতা পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রোববার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তানান্তর করা হবে।