'আইজি-ডিআইজি সাহেবও আমার সঙ্গে এরকম করে না'
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ২২:৪৯:৪৮ | অনলাইন সংস্করণ
আজমিরকে ছাড়বেন না? আইজি সাহেব ডিআইজি সাহেবও আমার সঙ্গে এরকম করে না। আমি খুব মাইন্ড করলাম, আমার নাম শহীদ। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় প্রবেশ করে ওসিসহ পুলিশ অফিসারদের এমন হুমকি দিয়ে গ্রেফতার হয়েছেন এক প্রতারক।
শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহীদ (৫০) ঝালকাঠি জেলার নলছিটি থানার কামদেপপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি ফতুল্লা রেলস্টেশন এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ইজিবাইক ছিনতাইকালে ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকা থেকে আজমির (২৫) নামে এক ছিনতাইকারীসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আজমিরের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশের অস্ত্র চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, ছিনতাইকারী আজমিরকে ছাড়িয়ে নিতে প্রতারক শহীদ পুলিশ অফিসারদের উপর উত্তেজিত হয়ে মারমুখী আচরণও করেছে। এতে থানায় আসা সেবাপ্রার্থীরাও প্রতারকের উপর ফুসে উঠে। একপর্যায়ে পুলিশ বাধ্য হয়ে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, শহীদ একজন দুর্ধর্ষ প্রতারক। তিনি যেমন পাবলিকের সঙ্গে প্রতারণা করেন; তেমনি পুলিশের সঙ্গেও প্রতারণা করার চেষ্টা করেছেন। থানায় প্রবেশ করে গ্রেফতারকৃত এক অপরাধীকে ছেড়ে দিতে পুলিশকে হুমকি দিয়েছেন।
এতে পুলিশ তার কথা না শুনায় আক্রমণাত্মক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে আমি তাকে ডাকলে তিনি আমার সঙ্গেও হুমকি দিয়ে কথা বলেন।
তিনি হুমকি দিয়ে বলেন- আজমিরকে ছাড়বেন না? আইজি সাহেব ডিআইজি সাহেবও আমার সঙ্গে এরকম করেন না। আমি খুব মাইন্ড করলাম আমার নাম শহীদ।
এরপর তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে, বলেন ওসি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
'আইজি-ডিআইজি সাহেবও আমার সঙ্গে এরকম করে না'
আজমিরকে ছাড়বেন না? আইজি সাহেব ডিআইজি সাহেবও আমার সঙ্গে এরকম করে না। আমি খুব মাইন্ড করলাম, আমার নাম শহীদ। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় প্রবেশ করে ওসিসহ পুলিশ অফিসারদের এমন হুমকি দিয়ে গ্রেফতার হয়েছেন এক প্রতারক।
শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহীদ (৫০) ঝালকাঠি জেলার নলছিটি থানার কামদেপপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি ফতুল্লা রেলস্টেশন এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ইজিবাইক ছিনতাইকালে ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকা থেকে আজমির (২৫) নামে এক ছিনতাইকারীসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আজমিরের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশের অস্ত্র চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, ছিনতাইকারী আজমিরকে ছাড়িয়ে নিতে প্রতারক শহীদ পুলিশ অফিসারদের উপর উত্তেজিত হয়ে মারমুখী আচরণও করেছে। এতে থানায় আসা সেবাপ্রার্থীরাও প্রতারকের উপর ফুসে উঠে। একপর্যায়ে পুলিশ বাধ্য হয়ে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, শহীদ একজন দুর্ধর্ষ প্রতারক। তিনি যেমন পাবলিকের সঙ্গে প্রতারণা করেন; তেমনি পুলিশের সঙ্গেও প্রতারণা করার চেষ্টা করেছেন। থানায় প্রবেশ করে গ্রেফতারকৃত এক অপরাধীকে ছেড়ে দিতে পুলিশকে হুমকি দিয়েছেন।
এতে পুলিশ তার কথা না শুনায় আক্রমণাত্মক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে আমি তাকে ডাকলে তিনি আমার সঙ্গেও হুমকি দিয়ে কথা বলেন।
তিনি হুমকি দিয়ে বলেন- আজমিরকে ছাড়বেন না? আইজি সাহেব ডিআইজি সাহেবও আমার সঙ্গে এরকম করেন না। আমি খুব মাইন্ড করলাম আমার নাম শহীদ।
এরপর তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে, বলেন ওসি।