মানিকগঞ্জে কারাগারে হাজতির মৃত্যু
ঠাণ্ডাজনিত রোগে মানিকগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার বেলা পৌনে ১২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
মৃত হাজতির নাম দুলাল মিয়া। তিনি সাটুরিয়া উপজেলার চর-তিল্লী ইউনিয়নের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে। চলতি মাসের ৯ তারিখে একটি প্রতারণা মামলায় জেলহাজতে আসেন দুলাল। তিনি গত কয়েক দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন।
মানিকগঞ্জ জেল সুপার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ জানান, রোববার বেলা পৌনে ১২টার দিকে ওই হাজতিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এর পর ওই রোগীকে ইসিজি করা হয়। দেওয়া হয় অক্সিজেনসহ জরুরি চিকিৎসাপত্র। কিন্তু ৫ মিনিটের মাথায় তার মৃত্যু হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মানিকগঞ্জে কারাগারে হাজতির মৃত্যু
ঠাণ্ডাজনিত রোগে মানিকগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার বেলা পৌনে ১২টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
মৃত হাজতির নাম দুলাল মিয়া। তিনি সাটুরিয়া উপজেলার চর-তিল্লী ইউনিয়নের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে। চলতি মাসের ৯ তারিখে একটি প্রতারণা মামলায় জেলহাজতে আসেন দুলাল। তিনি গত কয়েক দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন।
মানিকগঞ্জ জেল সুপার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ জানান, রোববার বেলা পৌনে ১২টার দিকে ওই হাজতিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এর পর ওই রোগীকে ইসিজি করা হয়। দেওয়া হয় অক্সিজেনসহ জরুরি চিকিৎসাপত্র। কিন্তু ৫ মিনিটের মাথায় তার মৃত্যু হয়।