রাজবাড়ীতে ট্রাকের লম্বা লাইন
দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গত শনিবার রাত ১০টার দিকে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত তিন কিলোমিটার এবং ১২ কিলোমিটার দূরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় নদী পারাপারের অপেক্ষায় সিরিয়ালে আটকে আছে পণ্যবাহী ট্রাক। এতে ট্রাকের লম্বা লাইন পড়ে গেছে।
এতে করে চরম ভোগান্তিতে পড়েছে কাভার্ডভ্যান ও ট্রাকের চালকরা। ঘন কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করছে।
পণ্যবাহী ট্রাকের চালক সোনা মিয়া বলেন, শনিবার রাতে দৌলতদিয়ায় ফেরি বন্ধ থাকায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসে ট্রাক নিয়ে আটকে আছি।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুব হোসেন যুগান্তরকে বলেন, শনিবার রাত ১০টা থেকে প্রচণ্ড কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে রোববার সকাল ১০টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।
বর্তমানে ১৬টি ফেরি এ নৌরুটে চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজবাড়ীতে ট্রাকের লম্বা লাইন
দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গত শনিবার রাত ১০টার দিকে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত তিন কিলোমিটার এবং ১২ কিলোমিটার দূরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় নদী পারাপারের অপেক্ষায় সিরিয়ালে আটকে আছে পণ্যবাহী ট্রাক। এতে ট্রাকের লম্বা লাইন পড়ে গেছে।
এতে করে চরম ভোগান্তিতে পড়েছে কাভার্ডভ্যান ও ট্রাকের চালকরা। ঘন কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল করছে।
পণ্যবাহী ট্রাকের চালক সোনা মিয়া বলেন, শনিবার রাতে দৌলতদিয়ায় ফেরি বন্ধ থাকায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসে ট্রাক নিয়ে আটকে আছি।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুব হোসেন যুগান্তরকে বলেন, শনিবার রাত ১০টা থেকে প্রচণ্ড কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে রোববার সকাল ১০টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।
বর্তমানে ১৬টি ফেরি এ নৌরুটে চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।