হাম-রুবেলা টিকা দানে বাধা, দুইজনকে কারাদণ্ড
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ২২:৩১:০১ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের জুড়ীতে একটি কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকাদান কাজে স্বাস্থ্য কর্মীদের বাধা প্রদান ও শারীরিকভাবে হেনস্তা করায় ক্লিনিকের ভূমিদাতাকে একদিন ও তার পুত্রকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি রোববার সকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে ঘটেছে।
স্বাস্থ্যকর্মী নকুল দাস অভিযোগ করে বলেন, হাম-রুবেলা টিকাদানের জন্য আমরা তিনজন স্বাস্থ্যকর্মী রোববার সকালে ইউসুফনগর কমিউনিটি ক্লিনিকে যাই। তখন ক্লিনিকের ভূমিদাতা মুন্সী মঞ্জুর আলীর পুত্র আব্দুল মন্নান ও তার পুত্র নজরুল ইসলাম কয়েকজন লোক নিয়ে ক্লিনিকে এসে টিকাদানে বাধা প্রদান করেন। আমরা এর কারণ জানতে চাইলে আমাদের সাথে খারাপ আচরণ ও শারীরিকভাবে হেনস্তা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত আব্দুল মন্নানকে একদিন ও তার পুত্র নজরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এই কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা আব্দুল মন্নান ইতিপূর্বে আরো কয়েকবার স্বাস্থ্য কর্র্মীদের সাথে এরকম খারাপ আচরণ করে ও ক্লিনিকে তালা লাগিয়ে দেয়। কারণ তার কথামতো নাকি ক্লিনিক চলতে হবে!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হাম-রুবেলা টিকা দানে বাধা, দুইজনকে কারাদণ্ড
মৌলভীবাজারের জুড়ীতে একটি কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকাদান কাজে স্বাস্থ্য কর্মীদের বাধা প্রদান ও শারীরিকভাবে হেনস্তা করায় ক্লিনিকের ভূমিদাতাকে একদিন ও তার পুত্রকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি রোববার সকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে ঘটেছে।
স্বাস্থ্যকর্মী নকুল দাস অভিযোগ করে বলেন, হাম-রুবেলা টিকাদানের জন্য আমরা তিনজন স্বাস্থ্যকর্মী রোববার সকালে ইউসুফনগর কমিউনিটি ক্লিনিকে যাই। তখন ক্লিনিকের ভূমিদাতা মুন্সী মঞ্জুর আলীর পুত্র আব্দুল মন্নান ও তার পুত্র নজরুল ইসলাম কয়েকজন লোক নিয়ে ক্লিনিকে এসে টিকাদানে বাধা প্রদান করেন। আমরা এর কারণ জানতে চাইলে আমাদের সাথে খারাপ আচরণ ও শারীরিকভাবে হেনস্তা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত আব্দুল মন্নানকে একদিন ও তার পুত্র নজরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এই কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা আব্দুল মন্নান ইতিপূর্বে আরো কয়েকবার স্বাস্থ্য কর্র্মীদের সাথে এরকম খারাপ আচরণ করে ও ক্লিনিকে তালা লাগিয়ে দেয়। কারণ তার কথামতো নাকি ক্লিনিক চলতে হবে!