বেয়াই বাড়ি বেড়াতে গিয়ে লাশ হলেন স্কুলশিক্ষক
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ২২:৫৪:৫২ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বেয়াই বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হলেন সুধীর চন্দ্র দেব (৫০) নামে এক স্কুলশিক্ষক। রোববার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সিলেটগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পুলিশ জানায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধীর চন্দ্র দেব তার ছেলের মামা শ্বশুরের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার গংগানগর গ্রামের ধীরেন্দ্র দেবের বাড়িতে যান। সন্ধ্যার পর নতুন ব্রিজ বাজারে যান সুধীর দেব। বাজার থেকে বেয়াই বাড়িতে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় তিনি নিহত হন। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মঈনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। প্রাইভেটকারটি আটক করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বেয়াই বাড়ি বেড়াতে গিয়ে লাশ হলেন স্কুলশিক্ষক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বেয়াই বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হলেন সুধীর চন্দ্র দেব (৫০) নামে এক স্কুলশিক্ষক। রোববার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সিলেটগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পুলিশ জানায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধীর চন্দ্র দেব তার ছেলের মামা শ্বশুরের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার গংগানগর গ্রামের ধীরেন্দ্র দেবের বাড়িতে যান। সন্ধ্যার পর নতুন ব্রিজ বাজারে যান সুধীর দেব। বাজার থেকে বেয়াই বাড়িতে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় তিনি নিহত হন। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মঈনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। প্রাইভেটকারটি আটক করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পালিয়ে গেছে।