বিজয়ী কাউন্সিলর হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ০৮:৪২:০৬ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থী মো. তরিকুল ইসলাম খান হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে ওই মামলায় আটজনকে গ্রেফতার করা হলো।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শাহেদনগর বেপারিপাড়া এলাকার মো. শহীদের ছেলে আশিকুর রহমান ইমন (২১) ও ওয়াজ নবীর ছেলে মাহবুব হাসান বাঁধন (২০)।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, গ্রেফতার দুজন ঘটনার সঙ্গে যুক্ত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের আদালতের আদেশে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষিত হওয়ার পর মো. তরিকুল ইসলাম খানকে নির্বাচনে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিন ও তার সহযোগীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করেন।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে একরামুল হাসান হৃদয় পরের দিন রোববার রাতে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিজয়ী কাউন্সিলর হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থী মো. তরিকুল ইসলাম খান হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে ওই মামলায় আটজনকে গ্রেফতার করা হলো।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শাহেদনগর বেপারিপাড়া এলাকার মো. শহীদের ছেলে আশিকুর রহমান ইমন (২১) ও ওয়াজ নবীর ছেলে মাহবুব হাসান বাঁধন (২০)।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, গ্রেফতার দুজন ঘটনার সঙ্গে যুক্ত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের আদালতের আদেশে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষিত হওয়ার পর মো. তরিকুল ইসলাম খানকে নির্বাচনে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিন ও তার সহযোগীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করেন।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে একরামুল হাসান হৃদয় পরের দিন রোববার রাতে পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।