মধুপুরে নির্বাচন বিধিভঙ্গ, ২ প্রার্থীর জরিমানা
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ০৯:২১:৩১ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আসন্ন পৌর নির্বাচনে বিধিভঙ্গ করে মিছিল করায় দুই কাউন্সিলর প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ করিম।
৭নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীরা হলেন- বর্তমান কাউন্সিলর আলমগীর হোসেন ভূঁইয়া (পাঞ্জাবি) ও শামসুজ্জামান ওরফে জামান (টেবিল-ল্যাম্প)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, নির্বাচন বিধিমালা ভঙ্গ করে উল্লিখিত প্রার্থীরা তাদের ওয়ার্ডে মিছিল করছিলেন।
এ জন্য তাদের প্রত্যেক ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে নির্বাচন বিধি পালনে সতর্ক করা হয়।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি (তৃতীয় ধাপে) এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মধুপুরে নির্বাচন বিধিভঙ্গ, ২ প্রার্থীর জরিমানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আসন্ন পৌর নির্বাচনে বিধিভঙ্গ করে মিছিল করায় দুই কাউন্সিলর প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ করিম।
৭নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীরা হলেন- বর্তমান কাউন্সিলর আলমগীর হোসেন ভূঁইয়া (পাঞ্জাবি) ও শামসুজ্জামান ওরফে জামান (টেবিল-ল্যাম্প)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, নির্বাচন বিধিমালা ভঙ্গ করে উল্লিখিত প্রার্থীরা তাদের ওয়ার্ডে মিছিল করছিলেন।
এ জন্য তাদের প্রত্যেক ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে নির্বাচন বিধি পালনে সতর্ক করা হয়।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি (তৃতীয় ধাপে) এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।