১২ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ১০:৩৩:৪৪ | অনলাইন সংস্করণ
১২ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘাট সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টার দিকে ঘন কুয়াশার কারণে নদী পথ ঝাপসা হয়ে আসে।
এতে দিকনির্দেশনামূলক বাতিতে সামনের কিছুই দেখা যাচ্ছিল না।
তাই দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় শিবচরের বাংলাবাজার ঘাটে রো রো ফেরি এনায়েতপুরী পরিবহন লোড করে ঘাটেই নোঙর করে রাখে।
এ ছাড়া উভয় ঘাট থেকে ছেড়ে আসা একাধিক ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখে। সোমবার সকালে কুয়াশা কিছুটা কমে এলে ফেরি চলাচল ফের শুরু হয়।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার পরিমাণ কমে এলে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১২ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
১২ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘাট সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টার দিকে ঘন কুয়াশার কারণে নদী পথ ঝাপসা হয়ে আসে।
এতে দিকনির্দেশনামূলক বাতিতে সামনের কিছুই দেখা যাচ্ছিল না।
তাই দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় শিবচরের বাংলাবাজার ঘাটে রো রো ফেরি এনায়েতপুরী পরিবহন লোড করে ঘাটেই নোঙর করে রাখে।
এ ছাড়া উভয় ঘাট থেকে ছেড়ে আসা একাধিক ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখে। সোমবার সকালে কুয়াশা কিছুটা কমে এলে ফেরি চলাচল ফের শুরু হয়।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার পরিমাণ কমে এলে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়।