করোনায় নেগেটিভ আসার পর মারা গেছেন শিক্ষক নেতা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ২০:৩২:১৩ | অনলাইন সংস্করণ
করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক ও গাঁওগৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরফান আলী (৫৫) মারা গেছেন।
রোববার রাত ২টা ১০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরফান আলী দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ হন। ১৫ জানুয়ারিতে সর্বশেষ রিপোর্টে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম।
ওই শিক্ষক ফের করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা মঙ্গলবার জানা যাবে।
মরহুমের প্রথম জানাজা গৌরীপুর সরকারি কলেজ মসজিদ ঈদগাহ ময়দানে ও দ্বিতীয় জানাজা বোকাইনগর ইউনিয়নের রামজীবনপুর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় নেগেটিভ আসার পর মারা গেছেন শিক্ষক নেতা
করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক ও গাঁওগৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরফান আলী (৫৫) মারা গেছেন।
রোববার রাত ২টা ১০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরফান আলী দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ হন। ১৫ জানুয়ারিতে সর্বশেষ রিপোর্টে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম।
ওই শিক্ষক ফের করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা মঙ্গলবার জানা যাবে।
মরহুমের প্রথম জানাজা গৌরীপুর সরকারি কলেজ মসজিদ ঈদগাহ ময়দানে ও দ্বিতীয় জানাজা বোকাইনগর ইউনিয়নের রামজীবনপুর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।